দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা হাওয়ার সঙ্গে রাজ্যে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকতে দেখা গিয়েছে। এছাড়া সিকিমের ওপর থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা দেখা যাচ্ছে। এর ফলে দক্ষিণ দিক থেকে আসা বাতাসের সঙ্গে থাকা আর্দ্রতার জেরে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার তেমন কিছু পার্থক্য নেই। গরম যেমন ছিল তেমন থাকবে।