মার্চের শুরু থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। দিন যত যাচ্ছে ততই তাপমাত্রা আরও বাড়ছে। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় সকলেই বৃষ্টির জন্য অপেক্ষা করছে। অবশেষে কলকাতার জন্য স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে কলকাতায় কালবৈশাখী সহ বৃষ্টির সম্ভাবনা জারি করল হাওয়া অফিস। আলিপুর বলছে, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অর্থাৎ এই সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে তাপের দাপট বিকেলের পর থেকে কমতে পারে। দক্ষিণবঙ্গের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।