ক্রিসমাসের আগেই রাজ্যের তাপমাত্রা বাড়বে, পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মতই ধীরে ধীরে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। এদিকে তাপমাত্রার বাড়ার সঙ্গে সঙ্গেই ফের বৃষ্টির ভ্রুকুটি। বড়দিনের ছুটিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৮ ও ২৯ ডিসেম্বর সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার আগের দুদিন হালকা বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং জেলায়।