উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার জেরে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। এদিকে রবিবারের মত সোমবারও কলকাতার আকাশ ছিল মেঘলা। সারা দিন রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা। এরমধ্যেই সাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় ওই একই এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। যে কারণে পুজোর মাস অক্টোবরের শুরুতেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে।