পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচদিন তাপমাত্রা বাড়বে কিছুটা। তবে খুব বেশি বাড়বে না। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার কারণে রাজ্যে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম হাওয়া ঢুকবে। দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী ১৫ দিন রাজ্যের তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন।