এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। যেটি আজ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আমাদের রাজ্যের উপর এই নিম্নচাপের সরাসরি প্রভাব না থাকলেও, বায়ুর নিম্নস্তরে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আমাদের রাজ্যে আসা বাতাসের গতিবেগ বেশ কিছুটা বেড়েছে। যার ফলে আমাদের রাজ্যের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আমাদের রাজ্যে আগামী কয়েক দিন এই শীতল পরিস্থিতি বজায় থাকবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রার আগামী তিন দিন পর্যন্ত বিশেষ কিছু পরিবর্তন হবে না। তারপর ১ থেকে ২ ডিগ্রি পাড়তে পারে। মূলত বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং হুগলির কিছু অংশে শীতল দিন এবং বীরভূম ও পূর্ব বর্ধমানের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ সম্ভাবনা থাকবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অতিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।