Christmas র সকালে সাদা কুয়াশার চাদরে ঢেকেছে মহানগরী Kolkata। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট সমান তালে দেখা গিয়েছে। সেই সঙ্গে ঠান্ডা হাওয়াও চলছে। আর তাতেই বেশ কাঁপুনি ভাব লাগছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেি জানিয়েছিল বড়দিনে স্বাভাবিকের নিচে নামবে পারদ। পশ্চিমে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে কলকাতাতেও শীতের আমেজ অনেকটাই বাড়বে।