সালটা 1854। হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি ট্রেন। 91 মিনিটের এই যাত্রাপথই রেলের পথ চলার ইতিহাস লিখে দেয়। শুরু হয় হাওড়া স্টেশনের পথ চলা। তবে গঙ্গার ওপার থেকে যে আজ বিশাল লাল বাড়িটাকে দেখা যায়, সেটা শুরু থেকে ছিল না। নানা বিবর্তন, পরিকল্পনার মধ্যে দিয়ে রূপ পায় ভারতের সবচেয়ে বড়ো স্টেশনটি। ভারতবর্ষের সবচেয়ে বড় রেল স্টেশন হল এই হাওড়া স্টেশন। ব্রিটিশ রেলওয়ে কোম্পানির তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এই স্টেশনটি। কিন্তু জানেন কি কীভাবে তৈরি হয়েছিল এই হাওড়া স্টেশন? চলুন আজ তাহলে জেনে নেবো হাওড়া স্টেশনের সুপ্রাচীন ইতিহাস।