শীতের কামড়টা দেখছেন একবার। বাপরে বাপ রীতিমতো কাঁপতে হচ্ছে। সূর্যের তো যেন সকাল বেলায় দেখাই পাওয়া যাচ্ছে নায রবিবার ছিল শহর কলকাতার চলতি মরশুমের সবচেয়ে শীতলতম দিন। তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে নেমে গেছিল। উত্তুরে হাওয়ার অবাদ প্রবেশে জমাটি ঠান্ডা পড়েছে জেলায় জেলায়। ডিসেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?