রাজ্যে শীতের দাপট অব্যাহত। পৌষমাসেই সেইরকম শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। কলকাতায় তাপমাত্রাও ফের কমেছে, আর রাজ্যের একাধিক জেলায় পারদ 10-এর নীচে নেমে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আপাতত সাত দিন শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গে রবিবার সামান্য বাড়বে তাপমাত্রা। তবে শীতের আমেজ চলবে। সর্বনিম্ন তাপমাত্রার বড়সড়ো কোনও পরিবর্তন নেই।