সকাল থেকেই শীতের আমেজ শহর Kolkata য়। ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরার জোগাড় জেলায় জেলায়। গ্রামেগঞ্জে যেখানে ধু ধু করছে মাঠ সেরকম জায়গায় রাতের দিকে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আরো তিন দিন একই রকম পরিস্থিতি থাকবে। তবে তিনদিন পর আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আপাতত কলকাতায় 17-18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ ওঠা নামা করবে। পশ্চিমের জেলায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা রয়েছে। তবে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। সেই সঙ্গে বঙ্গোপসাগরে কোন সিস্টেম নেই। শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের তাপমান অনেকটাই নেমে গিয়েছে।