আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে শীতের কাঁপুনির হাত থেকে রেহাই নেই। সেইসঙ্গে নতুন সপ্তাহে আরও নামবে পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। ৫ জানুয়ারি সোমবার থেকে শুরু করে পরবর্তী ১২ জানুয়ারি সোমবার পর্যন্ত আবারও নতুন করে বাংলার সব জেলাতেই জাঁকিয়ে শীত পরার সম্ভবনা। হাওয়া অফিস বলছে, পশ্চিমি ঝঞ্ঝা দুর্বল হলে উত্তুরে হাওয়া ফের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। ফলে মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে।