আবহাওয়ায় শীতের আমেজ অব্যাহত। এই পরিস্থিতিতে ওয়েদারের লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়া আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১৭ই ডিসেম্বর। আপাতত সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। সেক্ষেত্রে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম।