Advertisement

বিশ্ব

Gupta Brothers Arrested: ছোট জুতোর দোকানে শুরু, দঃ আফ্রিকার ৭তম ধনী, কারা 'গুপ্তা ব্রাদার্স'?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Jun 2022,
  • Updated 2:59 PM IST
  • 1/8

ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী গুপ্তা ব্রাদার্স আরও একবার গোটা পৃথিবীতে খবরের শিরোনামে উঠে এসেছেন। গুপ্তা ব্রাদার্সের দুই ভাই অতুল ও রাজেশকে দুবাই থেকে গ্রেফতার করে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাঁরা কখনও নিজের লাক্সারি লাইফস্টাইল এর কারণে, আবার কখনও দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে সরাসরি নিজেদের নাক গলানোর কারণে বিতর্কে জড়িয়ে পড়েন।

  • 2/8

প্রাক্তন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বহু কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে তাদের উপর। বেশ কিছু বছর থেকে তারা পালিয়ে ছিলেন। অবশেষে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের দক্ষিণ আফ্রিকায় আনা হচ্ছে।

  • 3/8

এই গল্প তিন ভাইয়ের। গুপ্তা ব্রাদার্স সাধারণ জুতোর দোকান থেকে ব্যবসা শুরু করে দেখতে দেখতে দক্ষিণ আফ্রিকার মতো একটা বড় দেশে সপ্তম ধনী পর্যন্ত পরিণত হন। এমনকী পরোক্ষভাবে তারা দক্ষিণ আফ্রিকার তৎকালীন রাষ্ট্রপতি জ্যাকব জুমার সঙ্গে সুসম্পর্ককে অপব্যবহার করছিলেন বলেও অভিযোগ।

  • 4/8

উত্তরপ্রদেশের সাহারানপুরের রাজেশ গুপ্তা, অতুল গুপ্তা এবং অজয় গুপ্তার যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই। তিন ভাইয়ের বাবা শিবকুমার গুপ্তা সাহারানপুরের পরিচিত মশলা ব্যবসায়ী ছিলেন। তিনি সাহারানপুরের রানীবাজারের রাজা মার্কেটে একসময় রেশন দোকানও চালাতেন।

  • 5/8

গুপ্তা ভাইয়েরা ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকায় পৌঁছন। সেখানে তারা জুতোর ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে তাদের বিজনেস বাড়তে থাকে। এরপর গুপ্তা ব্রাদার্স প্রথম পদক্ষেপ নেন সাহারা কম্পিউটার্স নামে একটি কোম্পানি তৈরি করে। এরপরে তিন ভাই কখনও পেছনে ফিরে দেখেননি। আইটি থেকে, মিডিয়া মাইনিং এবং রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেন। এছাড়াও নানা রকম ব্যবসা করে প্রত্যেকটিতে ফুলে-ফেঁপে উঠতে থাকেন। একসময় গুপ্তা পরিবারের দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারের মধ্যে একটি হয়ে গিয়েছিলেন।

  • 6/8

দক্ষিণ আফ্রিকায় গুপ্তা ব্রাদার্স বিজনেস সফল হতে শুরু করে। যে ২০১৬ সালে অতুল গুপ্তার মোট সম্পত্তি ৭৭৩.৪৭ মিলিয়ন ডলারে পৌঁছে যায় এবং দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় সাত নম্বরে পৌঁছে যান তিনি।  তিন ভাইয়ের হাতে সেখানে নতুন অনেক কোম্পানি তৈরি হয়। ইউরেনিয়ামের ব্যবসা থেকে শুরু করে এক্সপ্লোশন এন্ড রিসোর্সেসে কাজ করছিলেন তাঁরা। রাজধানী জোহানেসবার্গে তাঁদের বিলাসবহুল বাংলো লোকের মুখে মুখে ফিরত।

  • 7/8

গুপ্তা ব্রাদার্স এর সঙ্গে বিবাদের যোগাযোগ নতুন নয়। তারা প্রথমবার ২০১৩ সালে বিতর্কের মুখে পড়েন, যখন একটি বিয়ের অনুষ্ঠানে ভারত থেকে গেস্ট নিয়ে বিমান দক্ষিণ আফ্রিকার বায়ুসেনার ফিল্ডে নামে। তাদের এই স্পেশাল ট্রিটমেন্ট নিয়ে খুব হাঙ্গামা শুরু হয় এবং রাজনৈতিক স্তরের আলোচনা শুরু হয়। পরে এটা নিয়ে গুপ্তা পরিবার আফ্রিকার পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন বলে জানিয়ে ক্ষমা চেয়ে নেয়। এই ঘটনা গুপ্তাগেট নামে পরিচিত হয়েছিল।

  • 8/8

গুপ্তা ব্রাদার্সের খারাপ সময় শুরু হয় ২০১৬ সাল থেকে। যখন তৎকালীন উপপ্রধানমন্ত্রী মশাবিশি অভিযোগ করেন গুপ্তা ব্রাদার্স তাকে অর্থমন্ত্রী করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এরপরে গুপ্তা ব্রাদার্সের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে সম্পর্কের অপব্যবহার করছেন এবং নিজেদের ব্যবসা বৃদ্ধি করেছেন। এমনকী রাজনীতিতে তারা দখল দেওয়া শুরু করেছেন। বিতর্ক এতটা বেড়ে যায় যে দক্ষিণ আফ্রিকার এক সময়ের জনপ্রিয়তার তুঙ্গে থাকা রাষ্ট্রপতি জ্যাকব জুমাকে এই ভাইদের কারণে নিজের গদি হারিয়ে ফেলেন। জ্যাকব জুমা বিবাদের মধ্যে জড়িয়ে পড়ার পরেই গুপ্তা ব্রাদার্স বিপাকে পড়তে শুরু করে। নতুন সরকারের ওপর জনতা চাপ দিতে শুরু করে গুপ্তা ব্রাদার্স এর দুর্নীতির তদন্ত করার। এরপরে ২০১৮ সালে তিন ভাই দুবাই চলে যায় এবং সেখানে থাকতে শুরু করে। এখন তিন ভাইয়ের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একভাইকে খোঁজা হচ্ছে।

Advertisement
Advertisement