Advertisement

বিশ্ব

পৃথিবী এক সেকেন্ডের জন্য যদি থামে! কী হবে? রইল

Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Aug 2021,
  • Updated 3:51 PM IST
  • 1/6

পৃথিবীর নিজ অক্ষের উপর কেন্দ্র করে একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় নেয় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। আর তখন পৃথিবীর এক প্রান্তে দিন হয় আর অপর প্রান্তে রাত্রি। কিন্তু, পৃথিবী যদি এক সেকেন্ডের জন্যও ঘোরা বন্ধ করে দেয়, তাহলে কী হবে? 

  • 2/6

আমেরিকার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী টাইসনের এই বিষয়ে একটি বক্তব্য সম্প্রতি সামনে এসেছে। একটি টিভি শো-তে অংশ নিয়ে টাইসন জানিয়েছেন, যদি এক সেকেন্ডের জন্যও পৃথিবীর নিজের অক্ষের উপর ঘোরা থেমে যায়, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। 
 

  • 3/6

টাইসন জানিয়েছেন, পৃথিবী নিজের অক্ষের উপর প্রতি ঘণ্টার হিসেবে ৮০০ মাইল গতিবেগে ঘুরছে।  আমরা তা বুঝতে পারি না। কিন্তু, যদি এক মুহূর্তের জন্যও পৃথিবীর গতি থেমে যায়, তাহলে অসংখ্যা মানুষের মৃত্যু হতে পারে। 

  • 4/6

টাইসনের কথায়, 'যদি পৃথিবী এক সেকেন্ডের জন্যও থেমে যায় তাহলে হয়তো দেখা যাবে মানুষ এখানে সেখানে পড়ে যাচ্ছে। গাড়ি দুর্ঘটনার সময় যেমন হয়, অনেকটা সেইরকম হবে। একটি গাড়ি প্রচণ্ড গতিতে যাচ্ছে। আর সেটি হঠাৎ যদি থেমে যায়, তাহলে যেরকম পরিস্থিতি হওয়ার কথা, সেইরকমই হবে এক্ষেত্রেও। 

  • 5/6

 প্রসঙ্গত, এর আগে একাধিকবার নানা মন্তব্য করে শিরোনামে এসেছেন বিখ্যাত সেলিব্রিটি জ্যোতির্বিজ্ঞানী নেইল দেগ্রাস টাইসন। যেমন এর আগে তিনি পৃথিবীর দিকে রেফ্রিজেটারের সাইজের গ্রহাণুর এগিয়ে আসার দাবি করেছিলেন। 

  • 6/6

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের একদিন আগে একটি গ্রহাণুর পৃথিবীর দিকে এগিয়ে আসার খবর সামনে এসেছিল। আর সেই খবর যে সত্য তা জানিয়েছিলেন টাইসন। বলেছিলেন, ওই গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ। তবে সেই গ্রহাণু খুব ছোটো সাইজের। তাঁর কথায়, 'খুব বেশি হলে আমাদের ঘরে রাখা রেফ্রিজারেটরটার মতো হবে ওই গ্রহাণুর আয়তন।' 


 

Advertisement
Advertisement