Advertisement

Australia : অস্ট্রেলিয়ার পর্যটন স্থলে আততায়ীদের এলোপাথাড়ি গুলিতে নিহত ১০, আতঙ্ক

অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে শ্যুটআউট। বিখ্যাত এই ট্যুরিস্ট স্পটে রবিবার এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। তার জেরে কমপক্ষে ১০ জনের মত্যু হয়েছে। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সৈকতে আততায়ীদের গুলি সৈকতে আততায়ীদের গুলি
Aajtak Bangla
  • সিডনি ,
  • 14 Dec 2025,
  • अपडेटेड 3:41 PM IST
  • অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে শ্যুটআউট
  • বিখ্যাত এই ট্যুরিস্ট স্পটে রবিবার এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা

অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে শ্যুটআউট। বিখ্যাত এই ট্যুরিস্ট স্পটে রবিবার এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। তার জেরে কমপক্ষে ১০ জনের মত্যু হয়েছে। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অস্ট্রেলিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সেই সময় সেখানে প্রায় ২ হাজার জন পর্যটক উপস্থিত ছিলেন। 

নিউ সাউথ ওয়েলস প্রশাসনের তরফে জানানো হয়েছে, একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, এই খবর তাদের কাছে আসে স্থানীয় সময় সন্ধে ৬:৪৫ মিনিট নাগাদ। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ঘটনার পরই সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়। অনেককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। 

যদিও এই গুলি চালানোর পিছনে কে বা কারা তা এখনও জানাতে পারেনি পুলিশ। তাদের তরফে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। কোনও গুজন না ছড়ানোর পক্ষে বার্তা দিয়েছে প্রশাসন। পুলিশ এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছে, 'পুলিশ এখন তদন্ত শুরু করে দিয়েছে। জনসাধারণকে সেই এলাকায় যেতে বারণ করা হচ্ছে। তবে যাঁরা সেখানেই আছেন, তাঁরা নিরাপদ আশ্রয়ে থাকুন। পুলিশ ঠিক সময়ে সব তথ্য সামনে আনবে।' 

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বন্ডি সৈকতের একটি ব্রিজে দুই আততায়ীকে দেখা গেছে। তারা এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল। সেই সময়, এলাকায় খুব শোরগোল হচ্ছিল। প্রাণ বাঁচাতে বহু পর্যটক পালাচ্ছিল। 

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ঘটনাস্থলে পোঁছেই পুলিশ ওই এলাকার চারদিকের রাস্তা বন্ধ করে দেয়। সেখানে এখন পুলিশ আধিকারিকরা রয়েছেন। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের একজন মুখপাত্র জানিয়েছেন, ফেডারেল সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত। 'আমরা বন্ডিতে সক্রিয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত। সবাইকে পুলিশের নির্দেশ মেনে চলার অনুরোধ করেছি।' 

প্রসঙ্গত, সিডনির পূর্ব উপকূলে অবস্থিত বন্ডি সমুদ্র সৈকত ৩,০০০ ফুটেরও বেশি লম্বা। অস্ট্রেলিয়ার সবচেয়ে পরিচিত সৈকতগুলির মধ্যে এটি একটা। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এখানে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement