Advertisement

US-Chaina Tariffs: চিনকে বড় ধাক্কা, ১০৪% শুল্ক চাপাল ট্রাম্পের আমেরিকা

আমেরিকা বনাম চিন শুল্ক যুদ্ধ নয়া মোড় নিল। এবার চিনের উপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা। যা কার্যকর হবে আজ থেকেই। এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। যার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে চাপানউতোর আরও বাড়ল বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। 

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং।ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং।
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 09 Apr 2025,
  • अपडेटेड 7:43 AM IST
  • আমেরিকা বনাম চিন শুল্ক যুদ্ধ নয়া মোড় নিল।
  • এবার চিনের উপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা।
  • যা কার্যকর হবে আজ থেকেই।

আমেরিকা বনাম চিন শুল্ক যুদ্ধ নয়া মোড় নিল। এবার চিনের উপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা। যা কার্যকর হবে আজ থেকেই। এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। যার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে চাপানউতোর আরও বাড়ল বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। 

এর আগে, আমেরিকার উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল চিন। সেই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ১ দিনের ডেডলাইন দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরই এবার চিনের উপর ১০৪ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা। 


সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিট আমেরিকার বিরুদ্ধে চিনের প্রতিশোধমূলক পদক্ষেপকে ভুল বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে, আমেরিকাকে যখন চ্যালেঞ্জ করা হয়, তখন তার প্রতিক্রিয়া শক্তিশালী এবং দৃঢ় হয়।

আরও পড়ুন

লেভিট বলেন, 'চিনের প্রতিশোধ নেওয়াটা ভুল ছিল। যখন আমেরিকা আক্রমণ করে, তখন এটি আরও জোরে পাল্টা আঘাত করে। সেজন্য চিনের উপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হবে... চিন যদি একটি চুক্তি করার চেষ্টা করে, তবে এটি খুব উদার হবে।' এখন দেখার আমেরিকার এই শুল্ক চাপানোর পর চিন কী পদক্ষেপ করে। 

অন্যদিকে, ট্রাম্প জানিয়েছেন যে, ফার্মাসিউটিক্যালসে বড় মাপের শুল্ক ঘোষণা করা হবে শীঘ্রই। প্রসঙ্গত,  ট্রাম্পের শুল্ক ঘোষণার পর পরই শেয়ার বাজারে ধস নামছে সর্বত্র। গত সপ্তাহে বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তার পরই বিভিন্ন দেশে শেয়ারবাজারে ধস নামতে শুরু করেছে। এই আবহে ট্রাম্প বললেন, 'কখনও কখনও কিছু জিনিস ঠিক করতে ওষুধের প্রয়োজন হয়।' বাজারে ধসের আবহে রবিবার ট্রাম্প বলেছেন, 'আমি চাই না, কোনও বাজারে ধস নামুক। কিন্তু কখনও কখনও কিছু ঠিক করতে ওষুধ নিতে হয়।' শেয়ার বাজারে বেসালাম অবস্থা দায় নিতে চান না বলেই সাফ জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, 'শেয়ার বাজারে কী হচ্ছে, বলতে পারব না। কিন্তু আমাদের দেশ অনেক শক্তিশালী।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement