Advertisement

Balochistan Blast: বালুচিস্তান ফের তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল, একাধিক মৃত্যুর, আহত বহু

পাকিস্তানের বালুচিস্তানে আবারও এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছে। কিলা আবদুল্লাহ জেলার জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চারজন নিহত এবং আরও ২০ জন আহত হন।

পাকিস্তানের বালুচিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণপাকিস্তানের বালুচিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 May 2025,
  • अपडेटेड 4:32 PM IST

পাকিস্তানের অস্থির বালুচিস্তান প্রদেশের একটি বাজারের কাছে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর  থেকে এ তথ্য জানা গেছে। রবিবার বালুচিস্তানের কিল্লা আবদুল্লাহ জেলার জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণ ঘটে, যার ফলে বেশ কয়েকটি ভবনের ব্যাপক ক্ষতি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্রের মতে, বিস্ফোরণের পর বেশ কয়েকটি দোকান ধসে পড়ে এবং অনেক প্রতিষ্ঠানে আগুন ধরে যায়।

এলাকাটি সিল করে দেওয়া হয়েছে
কিলা আবদুল্লাহর ডেপুটি কমিশনার রিয়াজ খান জানিয়েছেন, বিস্ফোরণে চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। তিনি বলেন, এই বাজারটি ফ্রন্টিয়ার কর্পস (FC) দুর্গের পিছনের প্রাচীরের কাছে অবস্থিত। বিস্ফোরণের পর অজ্ঞাত হামলাকারী এবং FC কর্মীদের মধ্যে গুলিবর্ষণ শুরু হয়। বিস্ফোরণের পর কর্তৃপক্ষ এলাকাটি সিল করে দিয়েছে, তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং এলাকাটি খালি করা হচ্ছে। আহতদের মধ্যে উপজাতীয় নেতা হাজী ফয়জুল্লাহ খান গাবিজাইয়ের একজন নিরাপত্তারক্ষী এবং আরও কয়েকজন রয়েছেন। 

সম্প্রতি একটি গোলাগুলির ঘটনা ঘটে
খুজদার জেলার নাল এলাকায় গুলি চালানোর কয়েকদিন পর জব্বার মার্কেটের কাছে বিস্ফোরণটি ঘটে। নাল এলাকার একটি চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালানো হয়। এই গুলিবর্ষণে ৪ জন লেভি কর্মী নিহত হন। পাকিস্তানের লেভি হলো আধাসামরিক বাহিনী যারা গ্রামীণ এলাকা, বেলুচিস্তানের মতো উপজাতীয় এলাকায় নিরাপত্তার বিষয়টি দেখেন। 

বেলুচিস্তান প্রদেশে অস্থিরতা বিরাজ করছে
বেলুচিস্তান প্রায় দুই দশক ধরে অস্থিরতার মুখোমুখি হচ্ছে, স্থানীয় জাতিগত বালুচ গোষ্ঠী এবং দলগুলি পাকিস্তান সরকারকে প্রদেশের খনিজ সম্পদ শোষণের অভিযোগ এনেছে। সম্প্রতি, বালুচ বিদ্রোহীরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি মারাত্মক হামলা চালিয়েছে। 
 

Read more!
Advertisement
Advertisement