Advertisement

Miss Universe 2023: এবার মিস ইউনিভার্সের মুকুট অধরা রইল ভারতের, জিতলেন ইনি

এ বছর ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে। গ্যাব্রিয়েলকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন প্রাক্তন মিস ইউনিভার্স ভারত ২০২১ হরনাজ সান্ধু।

মিস ইউনিভার্স।
Aajtak Bangla
  • নয়াদিল্লি ,
  • 15 Jan 2023,
  • अपडेटेड 12:13 PM IST
  • মিস ইউনিভাতিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।র্স ২০২২ আর'বনি গ্যাব্রিয়েল আমেরিকার হিউস্টন।

এবারের মিস ইউনিভার্সের মুকুট এল না ভারতের কাছে। গোটা বিশ্ব থেকে ৮৪ জন প্রতিযোগীদের মধ্যে এই খেতাব জিতে নিলেন মিস ইউএসএ আর'বনি গ্যাব্রিয়েল। এ বছর ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে। গ্যাব্রিয়েলকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন প্রাক্তন মিস ইউনিভার্স ভারত ২০২১ হরনাজ সান্ধু। মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল ও মিস ডোমিনিকাল রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ প্রথম ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছে। তবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা দিভিতা রাই এই প্রতিযোগিতার প্রথম ১৬-তে জায়গা করে নিতে ব্যর্থ হন। 

কে এই আর'বনি গ্যাব্রিয়েল

মিস ইউনিভার্স ২০২২ আর'বনি গ্যাব্রিয়েল আমেরিকার হিউস্টন, টেক্সাসের বাসিন্দা এবং তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। গ্যাব্রিয়েলের মা আমেরিকান এবং বাবা ফিলিপিন্সের। গ্যাব্রিয়েল নিজের পোশাকের স্টার্টআপ আর'বনি নোলার সিইও। 

কীভাবে বিচারকদের মন জয় করলেন মিস ইউএসএ 
 

গ্যাব্রিয়েলকে মিস ইউনিভার্স জেতার পথ আরও মসৃণ করে দেয় তাঁর দেওয়া উত্তর। চূড়ান্ত পর্বে তাঁকে বিচারকরা প্রশ্ন করেছিলেন যে যদি তিনি মিস ইউনিভার্স-এর খেতাব জেতেন তবে তা কীভাবে একটি ক্ষমতায়ণ ও প্রগতিশীল সংস্থা হিসাবে কাজ করবে। গ্যাব্রিয়েল এর উত্তর খুবই বুদ্ধিমত্তার সঙ্গে দিয়ে বিচারকদের মন জয় করে নিয়েছিলেন। 

জিততে পারলেন না ভারতের দিভিতা

চলতি বছরে মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দিভিতা রাই। ২৩ বছরের দিভিতার বাড়ি কর্নাটকে। ২০২২ সালে তিনি মিস ডিভা ইউনিভার্সের খেতাব জেতেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি একজন আর্কিটেক্ট। দিভিতা ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করেছিলেন।  

নতুন মুকুট পরানো হয় মিস ইউনিভার্সকে
 

Advertisement

এই বছর মিস ইউনিভার্সকে নতুন মুকুট পরানো হয়। এই বছর এই মুকুট তৈরি করেছেন খ্যাতনামা জুয়েলারি নির্মাতা সংস্থা Mouawad। এই মুকুটের আনুমানিক মূল্য ৪৬ কোটি টাকা। এই মুকুটে রয়েছে হীরে ও নীলার কারুকার্য। এছাড়াও এই মুকুটে রয়েছে বড় একটি নীলা, যার চারপাশে হীরের দ্যুতি। যা সকলের দৃষ্টি আকর্ষণ করবে।   

আরও পড়ুন- ‘মুভি মাঙ্গো তো...', প্রজাপতি বিতর্কের পর ফের চর্চায় দেব; কেন ?

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement