Advertisement

জুম্মার নমাজের মাঝেই মসজিদে বিস্ফোরণ, মৃত ৮

মসজিদে জুম্মার নামাজ চলাকালীনই বিস্ফোরণ। ভয়াবহ এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। জখম হয়েছেন আরও ২০ জন। সিরিয়ার হোমস শহরে এই বিস্ফোরণ ঘটেছে।

মসজিদে বিস্ফোরণমসজিদে বিস্ফোরণ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Dec 2025,
  • अपडेटेड 7:27 PM IST
  • মসজিদে জুম্মার নামাজ চলাকালীনই বিস্ফোরণ।
  • ভয়াবহ এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের।
  • জখম হয়েছেন আরও ২০ জন।

মসজিদে জুম্মার নামাজ চলাকালীনই বিস্ফোরণ। ভয়াবহ এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। জখম হয়েছেন আরও ২০ জন। সিরিয়ার হোমস শহরে এই বিস্ফোরণ ঘটেছে।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, শুক্রবার সিরিয়ার হোমস শহরের একটি আলাউইত মসজিদে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। সমজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুরের নামাজের সময় ইমাম আলী বিন আবি তালিব মসজিদের ভিতরে এই বিস্ফোরণ ঘটে। এই সময়টাই মসজিদে সবচেয়ে বেশি ভিড় থাকে।

রিপোর্টে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পরেই নিরাপত্তা রক্ষীরা দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। সিরিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর, স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক নাজিব আল-নাসান জানিয়েছেন, বিস্ফোরণের জেরে আরও ২১ জন আহত হয়েছেন। তিনি দাবি করেছেন, এই সংখ্যা প্রাথমিক হিসেব। পরে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থার তরফে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে , উদ্ধারকারী দল ও আধিকারিকরা সবুজ গালিচা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন। সন্ধ্যে পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনাটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আল-জাজিরার রিপোর্টে দাবি করা হয়েছে, আক্রান্ত মসজিদটি মূলত আলাউইত সম্প্রদায়ের। ফলে এই বিস্ফোরণের রেশ অনেকদূর গড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে।

কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও সিরিয়ায় সাম্প্রতিক সময়ে জঙ্গি গোষ্ঠী ISIS-এর কার্যকলাপ বৃ্দ্ধি করেছে বলে অভিযোগ। গত সপ্তাহে ২ মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষীকে হত্যার প্রতিশোধ হিসেবে সিরিয়ায় আইএসআইএলের ঘাঁটিগুলিতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সিরিয়ার সরকারি বাহিনীও এই হামলায় যোগ দেয়।

Read more!
Advertisement
Advertisement