Advertisement

সৌদিতে মিলল প্রাচীন মন্দির-শিলালিপি, হদিশ ৮ হাজার বছর আগের সভ্যতারও

জরিপে পাওয়া জিনিসগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাথরের মন্দির এবং বেদীর কিছু অংশ। মনে করা হচ্ছে, আল-ফাও-এর মানুষেরা সেখানে আচার-অনুষ্ঠান করতেন। আল-ফাও-এর পূর্ব দিকে পাওয়া পাথরের মন্দিরটি তুওয়াইক পর্বতের একপাশে অবস্থিত, যাকে খাশেম কারিয়াহও বলা হয়ে থাকে।

৮ হাজার বছরের পুরনো সভ্যতার হদিশ৮ হাজার বছরের পুরনো সভ্যতার হদিশ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Aug 2022,
  • अपडेटेड 6:40 PM IST
  • ৮ বছরর বছরের পুরনো সভ্যতা
  • উদ্ধার প্রাচীন মন্দির
  • মিলল সেই সময়ের বেদীও

সৌদি আরবের একটি মরুভূমিতে জরিপের সময় মন্দির ও বেদির সন্ধান পাওয়া গিয়েছে। আট হাজার বছরের পুরনো মানব সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে সেখানে। কোনও এক সময়ে থাকা কিন্দা রাজ্যের রাজধানী আল-ফাওতে প্রাচীন এই সভ্যতার হদিশ মিলেছে। আল-ফাউ (Al-Faw) Al-Rub’ Al-Khali নামক একটি মরুভূমির ধারে অবস্থিত ছিল। জায়গাটি ওয়াদি আল-দাওয়াসি থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সেখানে পাওয়া জিনিসগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাথরের মন্দির এবং বেদীর কিছু অংশ। মনে করা হচ্ছে, আল-ফাও-এর মানুষেরা সেখানে আচার-অনুষ্ঠান করতেন। আল-ফাও-এর পূর্ব দিকে পাওয়া পাথরের মন্দিরটি তুওয়াইক পর্বতের একপাশে অবস্থিত, যাকে খাশেম কারিয়াহও বলা হয়ে থাকে।

এছাড়া এখান থেকে আট হাজার বছরের নিওলিথিক যুগের মানব বসতির ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে। পাশাপাশি ওই স্থানে বিভিন্ন সময়ের ২ হাজার ৮০৭টি কবরও নজের এসেছে।

আরও পড়ুন

আল-ফাওতে মাটির নিচ থেকেও অনেক ধর্মীয় শিলালিপি পাওয়া গিয়েছে। যার জেরে সেই সময়ের মানুষের ধর্মীয় উপলব্ধি সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। জরিপে আল-ফাও-এর ভৌগোলিক গঠন সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হয়েছে। এছাড়াও এই গবেষণায় আল-ফাও-এর জটিল সেচ ব্যবস্থাও প্রকাশ পেয়েছে। খাল, জলের ট্যাংক ছাড়ও তখনকার লোকজন শত শত গর্ত খুঁড়ে বৃষ্টির জল চাষের মাঠ পর্যন্ত যে নিয়ে যেতেন, তারও নিদর্শন মিলেছে।

তুওয়াইক পর্বতের পাথরে তৈরি শিল্পকর্ম এবং শিলালিপিগুলি থেকে Madhekar Bin Muneim নামে এক ব্যক্তির কাহিনি জানা যায়। এছাড়াও পাথরের নিদর্শনের মাধ্যমে শিকার, ভ্রমণ ও যুদ্ধ সংক্রান্ত তথ্যও পাওয়া যায়। হেরিটেজ কমিশন এই জরিপটি করছে কারণ তারা দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে এবং তা সংরক্ষণ করে রাখতে চায়। 

 

Read more!
Advertisement
Advertisement