Advertisement

India US Trade Deal: ভারতের উপর ট্যারিফ অনেকটা কমাতে পারেন ট্রাম্প? ট্রেড ডিল নিয়ে বড় আপডেট

ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে ৬ রাউন্ড বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে এখনও কোনও পক্ষই 'ফাইনাল' সিদ্ধান্ত নিতে পারেনি। যদিও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটা দারুণ বাণিজ্য চুক্তি হতে চলেছে। আর সেই কথাতেই সিলমোহর দিল এক বিদেশি এজেন্সি। তাদের তরফে দাবি করা হয়েছে, ভারতের উপর যে ৫০ শতাংশ শুল্ক রয়েছে তা কিছুটা কমিয়ে দিতে চলেছে আমেরিকা। ট্র্যারিফ মাত্র ২০ শতাংশে নামতে চলেছে। আর এটা অবশ্যই ভারতীয় অর্থনীতির জন্য সুখবর।

ভারত এবং আমেরিকার ট্রেড ডিলভারত এবং আমেরিকার ট্রেড ডিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 11:59 AM IST
  • ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে ৬ রাউন্ড বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে
  • তবে এখনও কোনও পক্ষই 'ফাইনাল' সিদ্ধান্ত নিতে পারেনি
  • দুই দেশের মধ্যে একটা দারুণ বাণিজ্য চুক্তি হতে চলেছে

ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে ৬ রাউন্ড বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে এখনও কোনও পক্ষই 'ফাইনাল' সিদ্ধান্ত নিতে পারেনি। যদিও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটা দারুণ বাণিজ্য চুক্তি হতে চলেছে। আর সেই কথাতেই সিলমোহর দিল এক বিদেশি এজেন্সি। তাদের তরফে দাবি করা হয়েছে, ভারতের উপর যে ৫০ শতাংশ শুল্ক রয়েছে তা কিছুটা কমিয়ে দিতে চলেছে আমেরিকা। ট্র্যারিফ মাত্র ২০ শতাংশে নামতে চলেছে। আর এটা অবশ্যই ভারতীয় অর্থনীতির জন্য সুখবর।

কবে ফাইনাল হবে ডিল?

এই ট্রেড ডিল অনেক দিন ধরেই চলছে। আর ব্রোকারেজ ফার্ম নোমুরা নিজেদের সাম্প্রতিক নোটে এই চুক্তি নিয়ে মন্তব্য করেছে। তাদের কথায়, দুই দেশই বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছে। তবে কোনও পক্ষই অন্তিম সিদ্ধান্ত নিতে পারেনি।

যদিও এই ব্রোকারেজ ফার্ম জানিয়েছে যে খুব শীঘ্রই এই ডিল হতে চলেছে। ভারতের উপর ২০ শতাংশের আশপাশে ট্যারিফ রাখতে পারে ডোনাল্ড ট্রাম্প সরকার। আর স্টক মার্কেটও এমনটাই ভাবছে বলে জানিয়েছে ব্রোকারেজ ফার্ম।

ব্রোকারেজ ফার্ম নোমুরা জানায়, ভারতের জিডিপি গ্রোথ সেপ্টেম্বর কোয়ার্টারে ৮.২ শতাংশ রয়েছে। তার আগের জুন ত্রৈমাসিক তা ছিল ৭.৮ শতাংশ। আর এই তথ্যই জানিয়ে দেয় যে ভারতের অর্থনীতি দারুণ এগচ্ছে। এমনকী যা আশা করা হয়েছে, তার থেকে দ্রুত গতিতে এগিয়েছে অর্থনীতি। আর এই বিষয়টা মাথায় রেখে FY২৬ অর্থবর্ষে ৭ থেকে ৭.৫ শতাংশ হারে জিডিপি বাড়তে পারে বলে মনে করছে তারা।

রেপো রেট কমাতে পারে আরবিআই

ক্ষুদ্র বাজারে মুদ্রস্ফীতির হার মোটের উপর নিয়ন্ত্রণে রয়েছে। দারুণ ফল করেছে জিডিপি-ও। আর এমন পরিস্থিতিতে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাতে পারে আরবিআই বলেই খবর। ৫ ডিসেম্বর এই বিষয়ে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই হার কমলে ৫.২৫ শতাংশে নেমে যেতে পারে রেপো রেট বলে মনে করা হচ্ছে। তবে এই ব্রোকারেজ ফার্ম রেপো রেট কমানোর সম্ভাবনাকে ৬৫ শতাংশ থেকে ৬০ শতাংশে নামিয়ে এনেছে।

Advertisement

ভারতের অর্থনীতি দ্রুত দৌড়াবে

নোমুরা জানিয়েছে, আরবিআই ভেবেছিল ৭ শতাংশ হারে এই কোয়ার্টারে জিডিপি বাড়বে। যদিও তার থেকে বেশি বেড়েছে জিডিপি। আর সেটাই ভারতীয় অর্থনীতির পক্ষে ভাল খবর। এর ফলে আগামিদিনে ভারতের পথ চলা আরও সহজ হবে বলেই জানিয়েছেন একাধিক পক্ষ।

 

Read more!
Advertisement
Advertisement