পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। প্রধানমন্ত্রী মোদী সাফ জানিয়েছেন, পাকিস্তানকে জবাব দেওয়া আপাতত স্থগিত রেখেছে ভারত। তবে দেশটির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে ফের পদক্ষেপও করা হবে। এই বক্তব্যের পরই সামনে এল পাকিস্তানের বিবৃতি। তাদের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে ভারতের অবস্থান স্পষ্ট করেন। এরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়। ভারতের সমালোচনা করে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'ভারতের কর্মকাণ্ড বিপজ্জনক। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য উস্কানিমূলক। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে অথচ ভারতের প্রধানমন্ত্রী আক্রমণাত্মক বক্তব্য রাখছেন। যা কাম্য নয়। ভারত অভিযোগ করেছে পাকিস্তান জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখে। যদিও সন্ত্রাসাবদীদের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়েছে পাকিস্তান।' তবে এই প্রথম নয়, আগেও খাজা আসিফ বলেছিলেন, গত তিন দশক ধরে ইউরোপ ও আমেরিকার জন্য পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ লালিত ও পালিত হচ্ছে। এই মন্তব্য সামনে আসার পর তোলপাড় শুরু হয়েছিল।
এদিকে খাজা আসিফের বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকে বলছেন, পাকিস্তান কূটনৈতিক চাপের কাছে নতিস্বীকার করছে। বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে। খাজা আসিফের বক্তব্য সেটাই প্রমাণ করে। আবার আর এক অংশের দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ে যে দাবি করছে তা মিথ্যে। ১৯৪৭ সালের পর থেকেই পাকিস্তান জঙ্গিদের ঘাঁটি। তারা ভারত বিরোধী কাজে জঙ্গিদের বারবার ব্যবহার করেছে। সুতরাং এবার তারা সত্যি বলছে এমন কোনও প্রমাণ নেই। সময়ই তার উত্তর দেবে।
মঙ্গলবার আদমপুর এয়ারবেসে যান প্রধানমন্ত্রী। অপারশন সিঁদুরে অংশগ্রহণকারী জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি। দুপুরে বক্তব্য রাখেন। বলেন, 'পাকিস্তানি সেনাবাহিনীর উপর এই জঙ্গিরা নির্ভর করছিল। তবে ভারতীয় সেনাবাহিনী তাদের পরাজিত করেছে। পাকিস্তানের যেখানে য়েখানে জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল, সেই সব জায়গা ধ্বংস করা হয়েছে। ভারত যুদ্ধের পক্ষে নয়। তবে সন্ত্রাসবাদকে সহ্য করবে না। যোগ্য জবাব দেওয়ার জন্য সব সময় প্রস্তুত দেশের সেনা।'