Advertisement

Mission Airlift : Ukraine থেকে ২৪২ ভারতীয়কে নিয়ে ফিরল Air India-র বিমান

ইউক্রেন থেকে সকাল ৭টা ৩০ মিনিটে রওনা দেয় বিমানটি। তাতে ছিলেন মোট ২৪২ জন যাত্রী। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে ভারতীয়দের আনা হয় ইউক্রেন থেকে। 

বিমানবন্দরে অপেক্ষারত মানুষবিমানবন্দরে অপেক্ষারত মানুষ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Feb 2022,
  • अपडेटेड 11:38 AM IST
  • ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার
  • নিরাপদে নিয়ে আসছে এয়ার ইন্ডিয়া
  • আগামী সপ্তাহেও চলবে এই কাজ

Ukraine-Russia Dispute : ইউক্রেন-রাশিয়া উত্তেজনার মাঝেই ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে বের করে নিয়ে আসার কাজ শুরু করল ভারত। মঙ্গলবার কিয়েভ থেকে এয়ার ইন্ডিয়ার বিমান AI1946 যাত্রা করে। জানা যাচ্ছে রাত ১১টা ৪৫ নাগাদ দিল্লি পৌঁছায় বিমানটি। ইউক্রেনে আটকে থাকা ২৪২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয় ওই বিমানে। ইউক্রেন ফেরত ভারতীয়দের স্বাগত জানাতে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁদের পরিজনেরা। 

ইউক্রেন থেকে সকাল ৭টা ৩০ মিনিটে রওনা দেয় বিমানটি। তাতে ছিলেন মোট ২৪২ জন যাত্রী। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে ভারতীয়দের আনা হয় ইউক্রেন থেকে। 

আজ অর্থাৎ ২৪ তারিখ এবং আগামী ২৬ তারিখও ইউক্রেন থেকে ভারতীয়দের নিয়ে আসবে এয়ার ইন্ডিয়ার বিমান। এর আগে কোনও দিন ইউক্রেনে যায়নি এয়ার ইন্ডিয়ার বিমান। তবে সংকটপূর্ণ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান সেখানে যাবে এবং ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসবে। 

আরও পড়ুন

বিমানবন্দরে অপেক্ষারত মানুষ

এই  প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগামী সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ইউক্রেনে উড়ে যাবে ২৫৬ আসন বিশিষ্ট বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান। যে সমস্ত ভারতীয়রা ইউক্রেন থেকে ফিরবেন তাঁরা এয়ার ইন্ডিয়ার অফিস, ওয়েবসাইট, কল সেন্টার ও স্বীকৃত ট্র্যাভেল এজেন্টদের থেকে বুকিং করতে পারেন। 

 

Read more!
Advertisement
Advertisement