Advertisement

Donald Trump : ১৮ হাজার ভারতীয়কে যে কোনও সময় বিতাড়িত করতে পারেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে সেই দেশের সরকার। যে সমস্ত অভিভাসীদের যথাযথ কাগজপত্র নেই তাঁরা চিন্তিত। ব্যতিক্রম নয় ভারতীয়রাও।

Donald Trump Donald Trump
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 Jan 2025,
  • अपडेटेड 3:24 PM IST
  • আমেরিকায় বসবাসকারী ১৮ হাজার ভারতীয় চিন্তিত
  • তাঁদের যে কোনও সময় ফেরত পাঠাতে পারে ট্রাম্প প্রশাসন

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে সেই দেশের সরকার। যে সমস্ত অভিভাসীদের যথাযথ কাগজপত্র নেই তাঁরা চিন্তিত। ব্যতিক্রম নয় ভারতীয়রাও। আমেরিকার প্রশাসনের তৈরি নথি অনুসারে, সেই দেশে প্রায় ১৮ হাজার এমন ভারতীয় আছেন যাঁদের সেখানে থাকার মতো বৈধ কাগজপত্র নেই। এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন দিল্লি। কারণ, ট্রাম্প প্রশাসন যে কোনও সময়  ওই ১৮ হাজার জনকে ভারতে পাঠাতে পারে।  

US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর তথ্য অনুসারে, নভেম্বর ২০২৪ সাল পর্যন্ত ২০, ৪০৭ জন মার্কিন 'অনথিভুক্ত' বা 'অসম্পূর্ণভাবে নথিভুক্ত' ছিলেন। ট্রাম্প প্রশাসন এই ভারতীয়দের উপর কড়া নজর রাখছে। এঁদের যে কোনও দিন দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। এর মধ্যে ২,৪৬৭ ভারতীয় মার্কিন ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। যেখানে আমেরিকা ১৭,৯৪০ ভারতীয়কে 'কাগজবিহীন' বলে বর্ণনা করেছে।

পিউ রিসার্চের ২০২৪ সালের একটি প্রতিবেদন অনুসারে,ভারতীয়রা আমেরিকায় বসবাসকারী তৃতীয় বৃহত্তম সম্প্রদায়। এক ও দুই নম্বরে রয়েছে যথাক্রমে মেক্সিকান এবং দ্বিতীয়টি সালভাদরের নাগরিকরা। প্রসঙ্গত, ২০২৪ সালে আমেরিকার অভিবাসন ও কাস্টম এনফোর্সমেন্ট বিভাগ ২ লাখ ৭০ হাজার অভিবাসীকে নিজের দেশ থেকে বিতাড়িত করেছিল। এর মধ্যে ভারতীয়ওরাও ছিলেন। সেই বছর ১৫২৯ অবৈধ অভিবাসী ভারতীয়কে বিতাড়িত করা হয়েছিল। 

ICE-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চার বছরে ভারতীয়দের নির্বাসনের সংখ্যা ৫ গুণ বেড়েছে। ২০২১ সালে ২৯২ জন ভারতীয়কে বিতাড়িত করেছিল আমেরিকা। এই সংখ্যা ২০২৪ সালে বেড়ে ১৫২৯ হয়।  ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, গত ৬ ডিসেম্বর বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং লোকসভায় জানিয়েছিলেন আমেরিকা নভেম্বর ২০২৩ থেকে অক্টোবর ২০২৪ এর মধ্যে ৫১৯ জন ভারতীয়কে নির্বাসিত করেছে। 
 
এখন  ট্রাম্প প্রশাসন যদি তাঁর অভিবাসন নীতিতে অনড় থাকে, তাহলে যে কোনও সময় ভারতীয়দের চূড়ান্ত অপসারণের আদেশ আসতে পারে। পরিসংখ্যান দেখায় যে, আমেরিকায় ১১ থেকে ১৪ মিলিয়ন অভিবাসী থাকতে পারে। তবে এই সংখ্যা ২ থেকে আড়াই কোটি হতে পারে বলেও মনে করে ট্রাম্প প্রশাসন। 

Advertisement

আমেরিকার মোট জনসংখ্যা ৩৪ কোটি। এদের মধ্যে অপরাধমূলক রেকর্ড থাকায় ৬,৫৫,০০০ জনকে নির্বাসনে অগ্রাধিকার দিয়েছে। এর বাইরে ১৪ লাখ এমন ব্যক্তি রয়েছেন যারা ইতিমধ্যে অপসারণের আদেশ পেয়েছেন। 

ভারতে অবৈধ অভিবাসীদের সংখ্যা কত? 

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় প্রায় ৭,২৫,০০০ সংখ্যক অবৈধ অভিবাসী রয়েছে। এর আগে জো বাইডেন , বারাক ওবামা এবং জর্জ বুশের অভিবাসীদের প্রতি নীতি ছিল নরম। কিন্তু ট্রাম্প তা পুরোপুরি বদলে দিতে চলেছেন। ট্রাম্প ওয়াশিংটনে বলেছেন, 'আমরা চিরতরে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করব। কেউ আমাদের সীমান্তে প্রবেশ করতে পারবে না। কাউকে আমাদের সীমান্ত দখল করতে দেব না। আমরা আবার একটি স্বাধীন ও গর্বিত রাষ্ট্র হয়ে উঠব।' 

অবৈধ অভিবাসীদের ব্যাপারে ট্রাম্পের নীতি কতটা কঠোর তা অনুমান করা যায় প্রেসিডেন্ট হওয়ার পরপরই তাঁর নেওয়া পদক্ষেপ দেখে। তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন। সেখানে সেনাবাহিনী পাঠিয়েছেন। ট্রাম্প যদি এই মনোভাব বজায় রাখেন তাহলে আমেরিকার ব়্যাডারে থাকা ১৮ হাজার ভারতীয়দের সমস্যা বেড়ে যাবে। 
 

Read more!
Advertisement
Advertisement