Advertisement

Apple Trump: ভারতে iPhone তৈরিতে বাধা? ২৫% শুল্কের হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যদি অ্যাপল আমেরিকার মাটিতেই iPhone তৈরি না করে, তাহলে এই ২৫ শতাংশ ট্যারিফ আরোপ করা হবে। কিন্তু অ্যাপেলের মতো আমেরিকান কোম্পানিগুলি এককথায় এশিয়ার দেশগুলি ছাড়া অচল। জানুন কেন।

Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 23 May 2025,
  • अपडेटेड 7:59 PM IST

মার্কিন প্রশাসনের চাপে সেদেশেরই অন্যতম বড় কোম্পানি? অ্যাপেল প্রোডাক্টের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি অ্যাপেল আমেরিকার মাটিতেই iPhone তৈরি না করে, তাহলে এই ২৫ শতাংশ ট্যারিফ আরোপ করা হবে।

এটা প্রথম নয়। এর আগেও একাধিকবার অ্যাপলকে টার্গেট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প অ্যাপলকে ভারতে উৎপাদন বন্ধ করতে বলেছিলেন। 

সেই সময় অ্যাপেল চিনের উপর ভরসা কমিয়ে ভারতে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছিল। বিশ্বজুড়ে ট্রেড ওয়ার এবং চিনের কড়া নিয়মনীতির কারণে অ্যাপলের উৎপাদনে প্রভাব পড়ছিল। তুলনামূলকভাবে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশে কম খরচে ও সহজ নীতিতে উৎপাদনের সুযোগ পায় অ্যাপেল।

কিন্তু এবার ট্রাম্পের এই নতুন ‘ট্যারিফ গেম’-এর জেরে ফের বিপাকে পড়েছে অ্যাপেল। একদিকে মার্কিন প্রশাসনের চাপ, অন্যদিকে ভারতের মতো বাজারে উৎপাদন বাড়ানোর চেষ্টা। এর ফলে অ্যাপলের সামনে নিঃসন্দেহে কঠিন সমীকরণ তৈরি হয়েছে।

অ্যাপেল আমেরিকা ছেড়ে এশিয়ার দেশগুলিতে উৎপাদন করে কেন?

অ্যাপেলের মতো আমেরিকান কোম্পানিগুলি এককথায় এশিয়ার দেশগুলি ছাড়া অচল। বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে ৫টি কারণ আছে,

  1. কম খরচ: শ্রমিকদের মজুরি আমেরিকার তুলনায় এশিয়ার দেশগুলিতে অনেক কম।

  • দক্ষ শ্রমিক: ভারত ও চিনে কারিগরি বিদ্যায় দক্ষ কর্মীর অভাব নেই।

  • সরকারি সুযোগ-সুবিধা: ভারতসহ অনেক দেশ উৎপাদন শিল্পে কর ছাড় ও অন্যান্য সুবিধা দেয়।

  • সাপ্লাই চেন: পুরো এশিয়া জুড়ে বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণতাকারী সংস্থা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে সাপ্লাই চেন এখানে বেশ মজবুত। এশিয়া থেকে আমেরিকায় কাঁচামাল এনে উৎপাদন করতে গেলে বিপুল খরচ হবে। 

  • সেই কারণেই অ্যাপেলসহ বহু গ্লোবাল টেক কোম্পানি এশিয়ার দেশগুলিতেই কারখানা গড়ে তুলছে। তবে ট্রাম্প প্রশাসনের এই চাপে অ্যাপেলের ভবিষ্যত কী হয়, এখন সেটাই দেখার।

    Read more!
    Advertisement
    Advertisement