Advertisement

World Longest Suspension Bridge : বিশ্বের বৃহত্তম ঝুলন্ত ব্রিজ! এবার মাত্র ৬ মিনিটে এশিয়া থেকে ইউরোপ

দুই মহাদেশের সংযোগকারী এই সেতুটির নাম 1915 Canakkale Bridge। এটি ইস্তানবুলের বাইরে ইউরোপিয় অঞ্চল জেলিবলুকে এশিয়ার ল্যাপসেকির সঙ্গে যুক্ত করেছে। সেতুটির নামের আগে 1915 সালের উল্লেখ থাকার কারণ হল, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী দারদানেলেস উপসাগর দখল করার চেষ্টা করে। কিন্তু অটোমান সাম্রাজ্য ব্রিটিশ বাহিনীকে হারিয়ে দেয়। সেই জয়কেই স্মরণে রাখতে এই নামকরণ। 

1915 Canakkale Bridge1915 Canakkale Bridge
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Mar 2022,
  • अपडेटेड 11:41 AM IST
  • সেতুতে রয়েছে ৬ লেনের রাস্তা
  • টাওয়ার দুটির উচ্চতা ১,০৪৩ ফুট
  • ঠিক ৫ বছরে সম্পন্ন নির্মাণ

সাধারণ মানুষের জন্য খুলে গেল বিশ্বের সবচেয়ে বড় সাসপেনশান ব্রিজ। ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করছে এই সেতুটি। এটি তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার সংস্থা মিলে মিলিতভালে এটি তৈরি করেছে। প্রায় ৫ বছর ধরে ২০,৫০৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সেতু। তুরস্কের রাজধানী ইস্তানবুলের বাইরে এশিয়া ও ইউরোপকে মাত্র ৬ মিনিটে সংযুক্ত করে দেয় এই ব্রিজটি। 

1915 Canakkale Bridge

দুই মহাদেশের সংযোগকারী এই সেতুটির নাম 1915 Canakkale Bridge। এটি ইস্তানবুলের বাইরে ইউরোপিয় অঞ্চল জেলিবলুকে এশিয়ার ল্যাপসেকির সঙ্গে যুক্ত করেছে। সেতুটির নামের আগে 1915 সালের উল্লেখ থাকার কারণ হল, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী দারদানেলেস উপসাগর দখল করার চেষ্টা করে। কিন্তু অটোমান সাম্রাজ্য ব্রিটিশ বাহিনীকে হারিয়ে দেয়। সেই জয়কেই স্মরণে রাখতে এই নামকরণ। 

1915 Canakkale Bridge

1915 Canakkale Bridge-এ ৬ লেনের রাস্তা রয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ৪.৬০ কিলোমিটার। ব্রিজটি সবচেয়ে বেশি ৪৫.০৬ মিটার চওড়া। সেতুটির দীর্ঘতম স্প্যান ২ কিলোমিটারেরও বেশি। উপসাগর থেকে রাস্তার উচ্চতা ২৩৯ ফুট। এটির নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি। ঠিক ৫ বছর পর ২০২২-এর ২৬ ফেব্রুারিতেই ব্রিজের কাজ শেষ হয়। গত ১৮ মার্চ সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন

সেতুটির দুটো টাওয়ারের উচ্চতা ১,০৪৩ ফুট। এটি তুরস্কের দ্বিতীয় উচ্চতম সেতু। এর থেকেও উঁচু ইয়াবুজ সুলতান সেলিম সেতু। নতুন এই সেতু হয়ে যাওয়ায় একপাড় থেকে অপর পাড়ে যাওয়া যাচ্ছে মাত্র ৬ মিনিটে। কিন্তু আগে উপসাগর পেরিয়ে যেতে সময় লাগত প্রায় দেড় ঘণ্টা। 

 

Read more!
Advertisement
Advertisement