Advertisement

অপারেশন সিঁদুর 2.0-তে টার্গেট পাকিস্তানের মুনির? পরিস্থিতিতে তেমনই ইঙ্গিত

পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। তারপর থেকে এখনও পাকিস্তানে ভয়ের পরিবেশ। শুধুমাত্র সাধারণ নাগরিক না, ভয়ে কাঁটা পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও।

আসিম মুনিরআসিম মুনির
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 1:28 PM IST
  • প্রায় সাড়ে ৭ মাস আগে পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত।
  • তারপর থেকে এখনও পাকিস্তানে ভয়ের পরিবেশ।
  • কাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি নিজের দেশেও সুরক্ষিত নন মুনির?

প্রায় সাড়ে ৭ মাস আগে পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। তারপর থেকে এখনও পাকিস্তানে ভয়ের পরিবেশ। শুধুমাত্র সাধারণ নাগরিক না, ভয়ে কাঁটা পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও। পাক মিডিয়া বারবারে দেখিয়েছে, লিবিয়া সফরের সময় সেনাপ্রধান আসিম মুনির বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন। এবার ২৪ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর কর্পস কমান্ডার সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মুনির বুলেটপ্রুফ স্বচ্ছ কাঁচের আড়ালে ছিলেন। যা দেখে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি নিজের দেশেও সুরক্ষিত নন মুনির?

এরমধ্যে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিজেই স্বীকার করেছেন, তিনি অপারেশন সিঁদুরের সময় ভারতীয় হামলার ভয়ে একটি বাঙ্কারে লুকিয়ে ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলি একসঙ্গে প্রমাণ করছে নিরাপত্তা হীনতায় ভুগছে পাকিস্তানি নেতৃত্ব।

বিশেষজ্ঞরা দাবি করছেন, লিবিয়া সফরের সময় আসিম মুনির সামরিক পোশাকের নীচে একটি বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন। তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় । এই ছবিগুলিতে অসীম মুনিরের সামরিক পোশাকের নীচে বুলেটপ্রুফ পোশাক স্পষ্ট বোঝা যাচ্ছে।

এই ছবিগুলি ভাইরাল হওয়ার পর পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই-এর নেতারা দাবি করছেন, আসিম মুনির এতটাই ভীত যে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট না পরে বাইরে বেরোন না। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ মোঈদ পিরজাদাও এই বিষয়ে আসিম মুনিরকে তীব্র ভর্ৎসনা করেছেন। 

এমনকি একাধিক রিপোর্ট দাবি করছে, আসিম মুনির খুন ও অজ্ঞাত ব্যক্তিদের ভয়ে বাড়িতেও সশস্ত্র অবস্থায়, বিদেশেও বুলেটপ্রুফ জ্যাকেট পরে ও সর্বোপরি কোনও সভায় কাচের শিল্ডের আড়ালে থাকছেন। বেশ কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, নিজেদের সেনার মধ্যেও বুলেটপ্রুফ জ্যাকেট পরে বসে রয়েছেন মুনির। তার এত ভয় কীসের?এখন সেই প্রশ্নই করছেন নেটিজেনরা।


 

Read more!
Advertisement
Advertisement