স্ত্রীর অজান্তে সহকর্মী প্রেমিকার সঙ্গে চুপিচুপি কোল্ডপ্লে-এর কনসার্টে গিয়েছিলেন, হাতেনাতে ধরা পড়লেন বড়সড় এক বেসরকারি সংস্থার CEO। কেচ্ছা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র। গোপন সম্পর্ক এভাবে যে সকলের সামনে ফাঁস হয়ে যাবে, তা ভাবতেই পারেনি পরকীয়ায় জড়ানো দু'জন। প্রেমিকা ক্রিস্টিন ক্যাবটকে আলিঙ্গন করে মনের সুখে কোল্ডপ্লে-এর গান শুনছিলেন ওই আমেরিকার একটি নামী সংস্থার CEO অ্যান্ডি বাইরন। আর সেই মুহূর্তেই নিজেদেক অজান্তেই ক্যামেরাবন্দি হয়ে যান তাঁরা। আর তাতেই ঘটল কেলেঙ্কারি। এবার পরকীয়া লোকাতে যা নয় তাই অজুহাত দিতে শুরু করেছেন।
কোল্ডপ্লে-এর কনসার্টে বড় স্ক্রিনে ফুটে ওঠে প্রেমিকাকে আলিঙ্গন করে থাকা CEO-র ছবি। কিছু বুঝে ওঠার আগেই ভাইরাল হন তাঁরা। আকস্মিকতা কাটিয়ে বিষয়টি বুঝতে পারেন সহকর্মী প্রেমিকা। তড়িঘড়ি মুখ ঢাকতে শুরু করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।
এরপরই ‘ম্যাট ওয়াল্যাস’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, এক যুগল কোল্ডপ্লে-এর কনসার্টে একে অপরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে রয়েছেন। মহিলার কোমর পিছন থেকে জড়িয়ে রয়েছেন ওই CEO। তাঁর বুকে ভর দিয়ে কোল্ডপ্লে-এর গানে মেতে উঠেছেন প্রেমিকা।
বুধবার আমেরিকার বস্টনের ম্যাসাচুসেট্সের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্ট ছিল। সেই কনসার্টে গিয়েছিলেন আমেরিকার এক নামী তথ্যপ্রযুক্তি সংস্থার অধিকর্তা অ্যান্ডি বাইরন। সেই কনসার্টে তাঁকে সঙ্গ দিয়েছিলেন তাঁরই সংস্থার এক ঊর্ধ্বতন মহিলাকর্মী।
এদিকে, কোল্ডপ্লে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিনও অ্যান্ডি এবং ক্রিস্টিনকে অন্তরঙ্গ অবস্থায় বড় পর্দায় দেখে ফেলেন। মঞ্চ থেকে যুগলের এই কাণ্ড দেখে আসল ঘটনা না জেনেই ক্রিস বলে ওঠেন, ‘হয় তো তাঁরা খুব লজ্জা পাচ্ছেন। নয় তো তাঁদের পরকীয়া সম্পর্ক রয়েছে।’ ক্রিসের কথা শুনে দর্শকের মধ্যে হৈহৈ পড়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অ্যান্ডি তাঁর স্ত্রী মেগান কেরিগান বাইরন এবং দুই সন্তান নিয়ে নিউ ইয়র্কে থাকেন। এই ঘটনার পর মেগানকে সহানুভূতি জানানোর জন্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। দাবি করা হচ্ছে, ইতিমধ্যেই স্বামীর পদবি সরিয়ে ফেলেছেন মেগান। ঘনিষ্ঠমহলের মতে, এবার ডিভোর্সের মামলা দায়ের করতে পারেন তিনি। অন্যদিকে, এইচআর হেড ক্রিস্টিন অবশ্য বর্তমানে ডিভোর্সি। ২০২২ সালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। লিংকডইন প্রোফাইলে ক্রিস্টিনের ভূয়সী প্রশংসাও করেছিলেন অ্যান্ডি। তবে তাঁদের পরকীয়া হাতেনাতে ধরা পড়তেই সেই পোস্ট ডিলিট করা হয়েছে।