Advertisement

Elon Musk Bangladesh: টার্গেট বাংলাদেশ, হঠাত্‍ ইউনূসের সঙ্গে মিটিং ইলন মাস্কের, কেন?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে মিটিংয়ে টেসলার সিইও ইলন মাস্ক। শুক্রবারের মিটিংয়ে সেদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা যায় কিনা, তাই নিয়ে তাঁরা আলোচনা করেন।

Muhammad Yunus Elon Musk: ঠিক কী নিয়ে তাঁদের আলোচনা হল জানুন। Muhammad Yunus Elon Musk: ঠিক কী নিয়ে তাঁদের আলোচনা হল জানুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2025,
  • अपडेटेड 11:44 AM IST

বাংলাদেশের(Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের(Muhammad Yunus) সঙ্গে মিটিংয়ে টেসলার সিইও ইলন মাস্ক(Elon Musk)। শুক্রবারের মিটিংয়ে সেদেশে স্টারলিংক(Starlink) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা যায় কিনা, তাই নিয়ে তাঁরা আলোচনা করেন।

শনিবার এক্স-এ (টুইটার) একটি পোস্ট করেন মহম্মদ ইউনূস। সেখানে তিনি লেখেন, ‘মি. @elonmusk-এর সঙ্গে চমৎকার বৈঠক হল। আমরা একসঙ্গে কাজ করব বলে ঠিক করেছে। তাঁর মাধ্যমে বাংলাদেশে স্টারলিংক চালু হবে বলে আশা করছি।’

এর আগে শুক্রবার এক্স-এ আরও একটি পোস্টে জানানো হয়, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস বৃহস্পতিবার স্পেসএক্স, টেসলা ও এক্স-এর প্রধান ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। সেখানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।’

ছবি: এক্স হ্যান্ডেল

এই আলোচনায় অধ্যাপক ইউনুস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তার উত্তরে ইলন মাস্ক বলেন, 'আমি সেটার অপেক্ষায় আছি।'

বাংলাদেশের পক্ষে আলোচনায় ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার কমিটির প্রতিনিধি খলিলুর রহমান এবং এসডিজি’র প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। অন্যদিকে, স্পেসএক্স-এর পক্ষে ছিলেন ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

ইউনুস ও মাস্ক স্টারলিংক স্যাটেলাইটের সামগ্রিক উন্নয়নে প্রভাব নিয়ে আলোচনা করেন। বিশেষত বাংলাদেশের তরুণ ব্যবসায়ী, গ্রামীণ ও প্রান্তিক মহিলাদের জন্য এর মাধ্যমে নতুন-নতুন সুযোগের সৃষ্টি হবে বলে জানান স্টারলিংকের প্রতিনিধিরা।

অন্যদিকে মহম্মদ ইউনূসও স্টারলিংকের গুরুত্ব স্বীকার করে নেন। তিনি জানান, বাংলাদেশে স্টারলিংক চালু হলে তা লক্ষ-লক্ষ মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেবে। বাংলাদেশ বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির সঙ্গে আরও সংযুক্ত হবে।

মহম্মদ ইউনুস বলেন, ‘স্টারলিংক প্রকৃতপক্ষে গ্রামীণ ব্যাঙ্ক ও গ্রামীণ ফোনের যাত্রাপথেরই সম্প্রসারণ বলা যেতে পারে। এটি গ্রামীণ মহিলা ও তরুণদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করবে। তাঁদের আন্তর্জাতিক ব্যবসায়ী করে তুলতে সাহায্য করবে।’

ইলন মাস্ক গ্রামীণ ব্যাঙ্কের মাইক্রোফাইন্যান্স মডেলের প্রশংসা করেন। তিনি বলেন, 'এটি দারিদ্র্য দূরীকরণে আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।' তিনি আরও বলেন, 'স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন, অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করে তোলার গতি বৃদ্ধি পাবে।'

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্কসহ বেশ কয়েকজন বিশিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

ওয়াশিংটন ডিসিতে ইলন মাস্কের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী এক্স-এ লেখেন, ‘@elonmusk-এর সঙ্গে খুব ভাল আলোচনা হল। আমরা মহাকাশ, মোবিলিটি, প্রযুক্তি ও উদ্ভাবনসহ নানা বিষয়ে কথা বললাম।'

উল্লেখ্য, সেই বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে ইলন মাস্কের সন্তানদেরও দেখা হয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খুদেদের সঙ্গে খুনসুটি করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর হাতে স্টারসিপ স্যাটেলাইটের একটি অংশ মেমেন্টো হিসাবে তুলে দেন ইলন মাস্ক।

Read more!
Advertisement
Advertisement