Advertisement

শপিংমলে বিপত্তি, গুরুতর জখম বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিণ

দুর্ঘটনায় গুরতর জখম হলেন বাংলাদেশের ছোটপর্দা ও ওটিটি-র জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিণ। শুক্রবার রাতে ঢাকার একটি মলের এসকালেটরে উঠতে গিয়ে গুরুতর আহত হন তিনি। সন্ধে সাড়ে সাতটার দিকে ওই ঘটনা ঘটে। অভিনেত্রীর দুটি পা জখম হয়েছে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রী নিজে জানিয়েছেন, ‘আমি মার্কেটের চলন্ত সিঁড়িতে নীচতলা থেকে দোতলায় উঠছিলাম। সঙ্গে বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে আমার পায়ে লাগে। পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি আমার পায়ে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

তাসনিয়াতাসনিয়া
Aajtak Bangla
  • ঝ,
  • 03 Dec 2022,
  • अपडेटेड 7:19 PM IST
  • দুর্ঘটনায় গুরতর জখম হলেন বাংলাদেশের ছোটপর্দা ও ওটিটি-র জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিণ।
  • শুক্রবার রাতে ঢাকার একটি মলের এসকালেটরে উঠতে গিয়ে গুরুতর আহত হন তিনি।
  • সন্ধে সাড়ে সাতটার দিকে ওই ঘটনা ঘটে। অভিনেত্রীর দুটি পা জখম হয়েছে।

দুর্ঘটনায় গুরতর জখম হলেন বাংলাদেশের ছোটপর্দা ও ওটিটি-র জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিণ। শুক্রবার রাতে ঢাকার একটি মলের এসকেলেটরে উঠতে গিয়ে গুরুতর আহত হন তিনি। সন্ধে সাড়ে সাতটার দিকে ওই ঘটনা ঘটে। অভিনেত্রীর দুটি পা জখম হয়েছে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিনেত্রী নিজে জানিয়েছেন, ‘আমি মার্কেটের চলন্ত সিঁড়িতে নীচতলা থেকে দোতলায় উঠছিলাম। সঙ্গে বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে আমার পায়ে লাগে। পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি আমার পায়ে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। 

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি। চলতি মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে গেছে।

আরও পড়ুন

হাসপাতালের জরুরি বিভাগে হাজির হয়েছিলেন ছোট পর্দার বেশ কয়েক জন পরিচালক। তাঁদেরই মধ্যে পরিচালক মহম্মদ মোস্তফা কামাল রাজ বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বলেন, দুই পায়েই আঘাত লেগেছে, ক্ষত হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে।

 

 

Read more!
Advertisement
Advertisement