Advertisement

Kabul Blast : কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা, আমেরিকার দাবি প্রত্যাঘাত

রবিবার কাবুলের বিমানবন্দর সংলগ্ন আবাসিক এলাকায় রকেটের মাধ্যমে হামলা চালান হয়। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। হামলায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু ও ২ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। (Blast near Kabul Airport)

কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলাকাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা
Aajtak Bangla
  • কাবুল,
  • 29 Aug 2021,
  • अपडेटेड 8:57 PM IST
  • কাবুলে ফের বিস্ফোরণ
  • বিমানবন্দরের কাছে রকেট হামলা
  • মৃত ১, আহত ৩

ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর সংলগ্ন অঞ্চল। রবিবার বিমানবন্দর সংলগ্ন আবাসিক এলাকায় রকেটের মাধ্যমে হামলা চালান হয়। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। হামলায় এখনও পর্যন্ত ১ শিশু সহ ২ জনের মৃত্যু ও ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে (Blast near Kabul Airport)। আইএসআইএস কে-এর জঙ্গিদের লক্ষ্য করে তারাই এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে আমেরিকা।

গত বৃহস্পতিবারও পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা। সেই ধারাবাহিক বিস্ফোরণে ১৬৯ জন আফগান নাগরিক ও ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আরও বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেন। একইসঙ্গে মার্কিন নাগরিকদের কাবুল এয়ারপোর্ট দূরত্ব বজায় রাখার পরামর্শও দেন তিনি।  

রকেট হামলা

এদিন রকেট হামলার পরেই ধোঁয়ায় ভরে ওঠে চারিদিক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হামলার একটি শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। এই প্রসঙ্গে আফগান পুলিশের প্রধান জানিয়েছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরপশ্চিমে এই হামলা চালান হয়েছে। অন্যদিকে আমেরিকা রবিবার কাবুলে সামরিক হামলা চালিয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ২ মার্কিন আধিকারিক। 

আরও পড়ুন

রকেট হামলায় আহত

এর আগে বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএস-কে। সেই হামলার ৪৮ ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এয়ারস্ট্রইকের মাধ্যমে প্রত্যাঘাত চালায় আমেরিকা। মানববিহীন ড্রোনের মাধ্যমে আইএসআইএস-কে-র ঘাঁটিতে বোমা মারা হয়।

 

Read more!
Advertisement
Advertisement