Advertisement

Everest: নেপাল থেকে তিব্বত, এভারেস্টেও তুষারঝড়, হাজারের বেশি পর্বতারোহী আটকে

এভারেস্টে ওঠার জন্য যে সময়টা সবচেয়ে নিরাপদ, তখনই এভারেস্টে নেমে এল ভয়ঙ্কর তুষারঝড়। ১০০০ পর্বতারোহী আটকে রয়েছে সেখানে। পর্যটকদের জন্য দর্শন বন্ধ করে দিয়েছে।

ফাইল ফটো ফাইল ফটো
Aajtak Bangla
  • তিব্বত ,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 9:55 AM IST
  • এভারেস্টে ভয়াবহ তুষারঝড়
  • আটকে পড়েছেন ১০০০ পর্যটক
  • পর্যটকদের জন্য বন্ধ টিকিট বিক্রি

তিব্বতের কাছে মাউন্ট এভারেস্টে ওঠার আগে একটি শক্তিশালী তুষারঝড়ের কারণে আটকে পড়েছেন হাজার হাজার পর্বতারোহী। ইতিমধ্যেই উদ্ধারকারী দল তাদের মধ্যে ৩৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে পারেছে। বর্তমান সময়টাই এভারেস্টে ট্রেকিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু সেই সময়েই এমন ভয়ঙ্কর তুষারঝড় ওঠায় তাজ্জব আবহাওয়াবিদরাও। 

অসময়ের এই তুষারপাতের কারণে ব্যাহত হয়েছে এভারেস্ট ট্রেকিং। জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে। চিনের সেন্ট্রাল টেলিভিশনের তথ্য অনুসারে, রবিবার পর্যন্ত প্রায় ৩৫০ জন পর্বতারোহী কুদাং টাউনশিপে পৌঁছে গিয়েছেন। আটকে পড়া ট্রেকারদের মধ্যে আরও ২০০ জনের সঙ্গেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে বলে খবর। তাদেরও নিরাপদে নীচে নামিয়ে আনার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। 

জানা গিয়েছে, সম্প্রতি অনুকূল মরশুমের কারণে বিপুল সংখ্যক পর্যটক কর্মা উপত্যকায় ট্রেকিং করতে গিয়েছিলেন। যা এভারেস্টের পূর্ব কাংশুং শৃঙ্গ অভিমুখী। গত সপ্তাহ থেকেই এই অঞ্চলে অস্বাভাবিক ভারী তুষারপাত শুরু হয়। এভারেস্টের পূর্ব শৃঙ্গের মনোরম দৃশ্যের জন্য বিখঅযাত এই উপত্যকাটি বিপজ্জনক হয়ে উঠেছে। ১৮ জন পর্বতারোহীর একটি দলের সঙ্গে সেখানে যাওয়া চেন গেশুয়াংকে নামে এক শেরপাকে কুদাংয়ে নিয়ে যায় উদ্ধারকারী দল। 

আরও পড়ুন

চেন গেশুয়াং বলেন, 'এখন খুব আর্দ্র এবং ঠান্ড আবহাওয়া। অক্টোবরে এমন আবহাওয়া কখনও দেখিনি। গত শুক্রবার গভীর রাতে এই এলাকায় তুষারপাত শুরু হয়েছিল। শনিবার পর্যন্ত তা অব্যাহত ছিল। ১৩ হাজার ৮০০ ফুট উচ্চতায় তুষারপাতে ঢেকে যায় সম্পূর্ণ। তুষার এবং বজ্রপাতের মধ্যে আমার দল একটি ভয়ঙ্কর রাত কাটিয়েছে।'

ট্রেকিং রুট থেকে জমে থাকা বরফ পরিষ্কার করতে এবং পর্বতারোহীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারী দলের সঙ্গে শত শত স্থানীয় মানুষও হাত লাগিয়েছে। তুষারধসে হাজারের বেশি পর্বতারোহী আটকে পড়েছিলেন। যাদের মধ্যে শতাধিককে নীচে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। নিরাপত্তা এবং সতর্কতামূলক ব্যবস্থার কথা উল্লেখ করে এভারেস্ট অভিযান পর্যটকদের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। টিকিট বিক্রিও বন্ধ হয়ে গিয়েছে। 

Advertisement

অন্নপূর্ণা বেস ক্যাম্পেও বহু পর্বতারোহী এ সময়ে ট্রেকিংয়ে গিয়েছেন। তাদেরও সতর্ক করা হয়েছে আচমকা আসা তুষারঝড়ের কারণে। 


 

 

Read more!
Advertisement
Advertisement