Advertisement

Blizzard Struck Everest: এভারেস্টে ভয়াবহ তুষারধস, গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে বাঁচালেন ৩৫০ জন পর্বতারোহীকে, কেন এই বিপর্যয়? 

ভয়াবহ তুষারধসে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন কয়েকশো ট্রেকার। তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে আচমকা তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েন ট্রেকাররা। ভয়াবহ তুষারপাত ও ঝোড়ো হাওয়ার মধ্যে তাঁরা কয়েকঘণ্টা ধরে আটকে ছিলেন হিমালয়ের কর্মা উপত্যকায়।

এভারেস্ট অভিযানে পর্বতারোহীরা।-রয়টার্সের ছবিএভারেস্ট অভিযানে পর্বতারোহীরা।-রয়টার্সের ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 1:18 PM IST
  • ভয়াবহ তুষারধসে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন কয়েকশো ট্রেকার।
  • তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে আচমকা তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েন ট্রেকাররা।

ভয়াবহ তুষারধসে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন কয়েকশো ট্রেকার। তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে আচমকা তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েন ট্রেকাররা। ভয়াবহ তুষারপাত ও ঝোড়ো হাওয়ার মধ্যে তাঁরা কয়েকঘণ্টা ধরে আটকে ছিলেন হিমালয়ের কর্মা উপত্যকায়। অবশেষে স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলের তৎপরতায় ৩৫০ জন ট্রেকারকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বাকি প্রায় ২০০ জনের সঙ্গেও যোগাযোগ  করা গেছে বলে জানাচ্ছে চিনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি।

আচমকা তুষারঝড়ে বিপর্যয়
চিনের জাতীয় দিবসের ছুটির সময়, কয়েকশো ট্রেকার কর্মা উপত্যকার পথে ট্রেকিংয়ে বেরিয়েছিলেন। শুক্রবার সন্ধে থেকেই শুরু হয় প্রবল তুষারপাত, যা শনিবার পর্যন্ত চলছিল। উপত্যকার গড় উচ্চতা প্রায় ৪,২০০ মিটার, ফলে ঠান্ডা ও আর্দ্রতার তীব্রতায় হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়ে।

ট্রেকার এরিক ওয়েন জানান, 'প্রতিদিন বৃষ্টি ও তুষারপাত হচ্ছিল, তাঁবু তুষারে চাপা পড়ছিল, প্রতি ১০ মিনিট অন্তর পরিষ্কার না করলে তাঁবুগুলো ভেঙে যেত।' দলের তিনজন সদস্য ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লেও, শেষ পর্যন্ত সকলে গরম পোশাকের সাহায্যে বেঁচে যান।

গ্রামবাসীর বীরত্বে রক্ষা পেল জীবন
স্থানীয় প্রশাসনের পাশাপাশি কয়েকশো গ্রামবাসী তুষার সরিয়ে পথ পরিষ্কার করতে এগিয়ে আসেন। জিমু নিউজ জানিয়েছে, রবিবার পর্যন্ত প্রায় ৩৫০ জন ট্রেকারকে কুদাং শহরে পৌঁছে দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement