Advertisement

Pakistan: পাকিস্তানের সাংসদরা কত ভিখিরি ও লোভী? নোটের বান্ডিল নিয়ে 'খেয়োখেয়ি' VIRAL

পাকিস্তানের পার্লামেন্টে আজব কাণ্ড। কাঙালি দশার চেহারা ফের একবার প্রকাশ্যে। আর এবার সেই দশার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন খোদ দেশের সাংসদরাই। নোটের বান্ডিল দেখিয়ে স্পিকার প্রশ্ন করলেন, এই টাকা কার? সঙ্গে সঙ্গে হাত তুললেন এক ডজন পাক সাংসদ।

পাকিস্তানপাকিস্তান
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 10 Dec 2025,
  • अपडेटेड 3:48 PM IST
  • পার্লামেন্টে নোটের বান্ডিল দেখিয়ে স্পিকারের প্রশ্ন, 'কার টাকা?'
  • হাত তুললেন এক ডজন পাক সাংসদ
  • হাসির রোল ভাইরাল ভিডিও দেখে

পাকিস্তানি সাংসদদের সততার পরীক্ষা করার জন্য অদ্ভূত কাণ্ড ঘটালেন স্পিকার। পার্লামেন্ট অধিবেশন চলাকালীন নোটের বান্ডিল নিয়ে সকলের সামনে দেখান তিনি। জিজ্ঞাসা করেন, এই টাকাগুলি কার? সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, টাকার বান্ডিল নিজেদের বলে দাবি করে হাত তুলেছেন ১২ থেকে ১৩ জন পাক সাংসদ। ভিডিও ভাইরাল হতেই হাসির রোল নেটপাড়ায়।

পাকিস্তানের আজ টিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, স্পিকার আয়াজ সাদিক পার্লামেন্টে মোট ১০টি ৫ হাজার টাকার নোট দেখান। হাতে তুলে নোটের বান্ডিল দেখিয়ে তিনি জিজ্ঞাসা করেন, 'এগুলো কার?'

হাত তুললেন ১ ডজন সাংসদ

স্পিকার আয়াজ সাদিক ইচ্ছে করে সততার পরীক্ষা নিতে সাংসদদে প্রশ্ন করেন, 'এই টাকা কার? কেউ হয়তো অসাবধানতা বশত ফেলে দিয়েছেন। যার-ই টাকা হোক, দয়া করে হাত তুলুন।' কেবল ১-২ জন নয়, সঙ্গে সঙ্গে স্পিকারের কথায় হাত তুলে দেন ১২ থেকে ১৩ জন পাক সাংসদ।

স্পিকারের ঠাট্টা

আয়াজ সাদিক বলেন, '১০টি নোট আর মালিক ১২ জন। ঠিক আছে। যে আমাকে এই টাকা দিয়েছে সে বলেছে ধীরে ধীরে গোটা সংসদই হাত তুলবে।' হাসির রোল পড়ে যায় সংসদের অন্দরেই। মুলতুবি হয়ে যায় অধিবেশন।

বিরোধী দলের সদস্যরা সংসদের প্রবেশের আগে পাওয়া নগদ টাকার বিষয়টিতে কিছুক্ষণের জন্য সকলের মনযোগ সরে গিয়েছিল বলে উল্লেখ করেন। পরে নিশ্চিত করা হয়, নোটগুলি PTI অর্থাৎ ইমরান খানের দলের সদস্য মুহাম্মদ ইকবাল আফ্রিদির। যাকে পরবর্তীতে তাঁর টাকা ফিরিয়ে দেওয়া হয়।

এই কাণ্ডে কয়েক মুহূর্তের জন্য সংসদের অ্যাজেন্ডা হাস্যরসের পর্বে পরিণত হয়। সাংসদরাও মজায় অংশগ্রহণ করেন। স্পিকারের রসিকতায় হেসে খুন পাক সাংসদরা।

ভাইরাল ভিডিও

I@GTdv28 নামে একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে গোটা ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা হয়, 'পাকিস্তানের বিধানসভার স্পিকার কিছু টাকা দেখিয়ে বলেছেন, এই টাকা কারও থেকে পড়ে গিয়েছে। যার টাকা সে হাত তুলুন। যত না টাকা ছিল তার চেয়ে বেশি সংখ্যক সাংসদ হাত তুললেন।'

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement