পাকিস্তানে ফের বিস্ফোরণ। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টার বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। জানা গিয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় বাজৌর জেলায় শাহ নারায় এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য মুবারক জেব খানের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে বলে খবর।
পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়ির সদর দরজা বিস্ফোরণে উড়ে গিয়েছে। হতাহতের কোনও খবর নেই। বিস্ফোরণের সময় মুবারক বাড়িতে ছিলেন না।
বাজৌর পুলিশ সূত্রে খবর, মুবারকের বাড়ির গেটের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতপরিচয় আততায়ীরা। বিস্ফোরণের জেরে বিকট শব্দ হয়। হামলায় কোনও রকমে প্রাণে রক্ষা পেয়েছেন মুবারক। বলেছেন, 'আমার বাড়ির মূল দরজা উড়ে গিয়েছে। কেউ জখম হননি। এরকম কাপুরুষোচিত হামলা চালিয়ে আমায় কেউ টলাতে পারবে না।'
বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
প্রসঙ্গত, ভারত-পাক সংঘাতের আবহ তৈরি হয়েছিল গত সপ্তাহে। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। এই আবহে পাকিস্তানে বিস্ফোরণের খবর আলাদা মাত্রা যোগ করেছে।
অন্য দিকে, কাশ্মীর নিয়ে পাকিস্তানকে চরম বার্তা দিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীর খালি করুক পাকিস্তান। কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা থাকবে না। ভারত-পাক সাম্প্রতিক উত্তেজনার আবহে এবার কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ভারত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে, পাকিস্তানের উচিত বেআইনি ভাবে দখল করে রাখা পাক অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়া। তিনি এ-ও বলেন যে, জম্মু ও কাশ্মীর নিয়ে যে কোনও সমস্যা শুধুমাত্র ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ভাবে সমাধান করতে হবে। এতে তৃতীয় কোনও পক্ষের ভূমিকা থাকবে না।