সাত দশকের এক বিরাট অধ্যায় বৃহস্পতিবার শেষ হল। ইহলোক আর ব্রিটেনের রাজসিংহাসনকে বিদায় জানিয়ে চলে গেলেন দ্বিতীয় এলিজাবেথই (Queen Elizabeth II)। রানির মৃত্যুর পরই রাজপরিবারের পদ, দায়িত্ব আর মুকুট কে পাবেন তা নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে অেকের মনেই। অনেকের এ বিষয়ে আংশিক ধারণা থাকলেও পুরোপুরি নিশ্চিত নন তাঁরা।
দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর (Queen Elizabeth II) পর ব্রিটেনের পরবর্তী রাজা হচ্ছেন চার্লস। রানীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। কিন্তু রানীর মুকুট আর সেই মুকুটে থাকা জন্মসূত্রে ভারতীয় মহামূল্য হিরে ‘কহিনূর’ কার মাথায় শোভা পেতে চলেছে?
প্রিন্স চার্লস এবার ইংল্যান্ডের রাজা হচ্ছেন। তাঁর স্ত্রী ক্যামিলা পার্কার-বোলস হতে চলেছেন ইংল্যান্ডের রানী। ২০০৫ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের পর থেকে ক্যামিলা ডাচেস অফ কর্নওয়াল নামে পরিচিত হন। এবার তাঁর মাথাতেই উঠবে কহিনূর-খচিত রানীর মুকুট। কারণ, চলতি বছরের ফেব্রুয়ারিতে রানী দ্বিতীয় এলিজাবেথ ঘোষণা করেন, "যখন, সময়ের পূর্ণতায়, আমার ছেলে চার্লস রাজা হবে, এটি আমার আন্তরিক ইচ্ছা যে, যখন সেই সময় আসবে, ক্যামিলা রানী কনসোর্ট হিসাবে পরিচিত হবেন।"
রানীর মুকুটে থাকা কোহিনূরের সঙ্গে ভারতীর সম্পর্ক অতি নিবীড়। চতুর্দশ শতাব্দীতে ভারতেই পাওয়া যায় কোহিনূর হিরে। তার পর রানি ভিক্টোরিয়ার হাত ধরে এই হিরে পৌঁছে যায় ব্রিটেনে। তারপর থেকেই ব্রিটিশ শাসকদের (রানীর মুকুটে) স্থান করে নেয় এই হিরে।