ভারতের সতর্কতা বার্তা প্রত্যাখান করল কানাডা। বুধবার ভারতের বিদেশমন্ত্রক কানাডায় থাকা ও বেড়াতে যাওয়া ভারতীয়দের সাবধানে থাকার একটি পরামর্শ বার্তা প্রকাশ করে। সেটি প্রত্যাখান করল কানাডা। তাদের দাবি, 'কানাডা একটি নিরাপদ দেশ।' যদিও সবার আগে কানাডাই ভারতে বেড়াতে যাওয়া নিয়ে তাদের দেশের নাগরিকদের সতর্ক করেছিল। তার প্রেক্ষিতেই পাল্টা ভারতীয়দের সাবধান করেছিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।
বুধবার কানাডায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারত সরকার। তাতে বলা হয়, 'কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ বাড়ছে। রাজনৈতিক প্রশ্রয়ে অপরাধ ও হিংসার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।'
সম্প্রতি কানাডায় খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজার খুন হয়। তার প্রেক্ষিতে সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইঙ্গিত করেন, ভারতীয় গুপ্তচররাই সম্ভবত এই হত্যার সঙ্গে জড়িত। সেদেশে থাকা এক ভারতীয় কূটনীতিবিদকে হঠাৎ দেশ ছাড়তে বলা হয়। পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রুডো বলেন, অন্য কোনও দেশ এসে কানাডার নাগরিকের হত্যা করবে, তা বরদাস্ত করা হবে না। এদিকে এর পাল্টা কড়া অবস্থান নিয়েছে ভারত। এদেশেও কানাডার এক সিনিয়র কূটনীতিবিদকে ৫ দিনের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। তারপরেই যেন কিছুটা সুর নরম করেছে কানাডা। জাস্টিন ট্রুডো একটু নরম সুরেই বলেন, 'ভারতকে উস্কানি দিতে চাইছি না। আমি আসলে চাই যেন এই বিষয়টি নিয়ে আমরা সবাই গুরুত্ব সহকারে পর্যালোচনা করি।'
এরই মাঝে কানাডার ভারতীয়দের জন্য একটি নির্দেশিকা জারি করে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এক্স হ্যান্ডেলে সেই বিজ্ঞপ্তি বা সুপারিশ বার্তা শেয়ার করেন।
সেই পরামর্শ বার্তায় কানাডায় থাকা, সেখানে পড়াশোনা করা এবং সেদেশে বেড়াতে যাচ্ছেন এমন সকল ভারতীয়কেই সাবধানতা অবলম্বন করার কথা বলেছে বিদেশমন্ত্রক।