Advertisement

Bat Coronavirus: নয়া করোনাভাইরাসের হদিশ, ছড়াবে বাদুড় থেকে, কতটা বিপজ্জনক?

করোনাভাইরাসের দাপটে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দুনিয়া। প্রাণ গিয়েছিল বহু মানুষের। সেই অতিমারি পর্ব কাটিয়ে ছন্দে ফিরেছেন সকলে। এই আবহে নতুন বছরের শুরুতে নতুন এক করোনাভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করলেন চিনা গবেষকরা। যা ঘিরে ফের করোনা আতঙ্ক দানা বেঁধেছে। 

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • বেজিং,
  • 22 Feb 2025,
  • अपडेटेड 9:34 AM IST
  • করোনাভাইরাসের দাপটে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দুনিয়া।
  • নতুন বছরের শুরুতে নতুন এক করোনাভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করলেন চিনা গবেষকরা।
  • যা ঘিরে ফের করোনা আতঙ্ক দানা বেঁধেছে। 

করোনাভাইরাসের দাপটে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দুনিয়া। প্রাণ গিয়েছিল বহু মানুষের। সেই অতিমারি পর্ব কাটিয়ে ছন্দে ফিরেছেন সকলে। এই আবহে নতুন বছরের শুরুতে নতুন এক করোনাভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করলেন চিনা গবেষকরা। যা ঘিরে ফের করোনা আতঙ্ক দানা বেঁধেছে। 

নতুন এই ভাইরাস নিয়ে গবেষণা চালিয়েছেন চিনা ভাইরোলজিস্ট শি জেংলি। তিনি 'ব্যাট উওমেন' নামে পরিচিত। নয়া এই ভাইরাস নিয়ে সেল সায়েন্টিফিক জার্নালে বিশদে প্রকাশ করা হয়েছে। 

নতুন করোনাভাইরাস ঠিক কী?

চিনা গবেষকরা জানিয়েছেন, তাঁরা নতুন একটি 'ব্যাট করোনাভাইরাস' খুঁজে পেয়েছেন। যা বাদুড় থেকে ছড়াবে। এই ভাইরাসটি হল HKU5-CoV-2। বাদুড় থেকে ছড়াবে এই ভাইরাস, যার জেরে আক্রান্ত হতে পারে মানুষও। 

জানা গিয়েছে, নতুন এই ভাইরাস চিনে বাদুড়ের মধ্যে পাওয়া গিয়েছে। বাদুড়ের থেকে এই ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে মানবদেহে। তবে এই বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি। গবেষকরা জানাচ্ছেন, বনাঞ্চলে প্রচুর করোনাভাইরাস রয়েছে, তার মধ্যে সামান্য কয়েকটিই মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। 

এই ভাইরাস কি বিপজ্জনক?

 চিনা গবেষকরা জানিয়েছেন, এই নয়া ভাইরাস SARS-CoV-2 ভাইরাসের মতো মানুষের দেহে কোষে সহজে প্রবেশ করে না। 


প্রসঙ্গত, ২০১৯ সালের শেষে চিনেই প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খবর প্রকাশ্যে আসে। তারপরে ২০২০ সালের শুরু থেকে ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়। চলে লকডাউন পর্ব। করোনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছে। সেই আতঙ্ক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরেছেন সকলে। তার মধ্যে ফের নতুন বছরে এই নয়া করোনাভাইরাসের হদিশ পাওয়ার খবরে তাই অনেকেই সংশয়ে রয়েছেন। 

Read more!
Advertisement
Advertisement