Advertisement

বাংলাদেশ কত 'গদ্দার'! ৭১' ভুলে এখন চিন-পাকিস্তানের সঙ্গে ঘোঁট পাকাচ্ছে, কীরকম? রইল পুরো ছক

বাংলাদেশ একদিকে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলে, আবার অন্যদিকে গোপনে কুনমিং বৈঠকে গিয়ে পাকিস্তান ও চিনের সঙ্গে হাত মেলায়। তারা বলছে, এটা সরকারি স্তরের বৈঠক, রাজনৈতিক নয়। কিন্তু ভারত তো তোমার সবচেয়ে বড় প্রতিবেশী, মুক্তিযুদ্ধে পাশে দাঁড়িয়েছিল, কোটি কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল।

ভারতকে বাদ রেখে জোটের প্ল্যানভারতকে বাদ রেখে জোটের প্ল্যান
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Jul 2025,
  • अपडेटेड 10:42 AM IST
  • SAARC-কে বাদ, নতুন নাটক?
  • চিনের ফাঁদে কে পড়ছে?
  • পাকিস্তান: পুরনো চাল, নতুন প্যাকেট

দক্ষিণ এশিয়ায় কী খেলা চলছে? ভারতের বিরুদ্ধে ফন্দি আঁটছে পাকিস্তান, চিন ও বাংলাদেশ। সাধারণ মানুষের কথায় বলতে গেলে, জোটের নামে ঘোঁট পাকাচ্ছে।  পাকিস্তান ও চিন জোট বেঁধে এক নতুন আঞ্চলিক গোষ্ঠী গড়ার চেষ্টা চালাচ্ছে, যেখানে ভারতকে বাইরে রাখার ছক। বাংলাদেশও তাতে আগ্রহ দেখাচ্ছে। কুনমিংয়ে যে বৈঠকটি সম্প্রতি হয়েছে, তা যতই ‘অরাজনৈতিক’ বলা হোক, এর আসল লক্ষ্য ভারতের প্রভাব খর্ব করা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এশিয়া সহ গোটা বিশ্বেই ভারত এখন একটি বিশাল ফ্যাক্টর। ভারতের এই ক্রমবর্ধমান আধিপত্যে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। 

SAARC-কে বাদ, নতুন নাটক?

SAARC নাম তো আমরা অনেকেই শুনেছি। এই জোটে ভারত ছিল চালিকাশক্তি। অথচ, পাকিস্তান বারবার ভারতের উদ্যোগে জল ঢেলে দিয়েছে। কখনও জঙ্গি হামলার অভিযোগ, কখনও অর্থনৈতিক প্রস্তাবে ভেটো—সার্ক কার্যত পাকিস্তানই অচল করে দিয়েছে। এখন সেই পাকিস্তান, চিনকে সঙ্গে নিয়ে বলছে, 'চল নতুন মঞ্চ গড়ি'। কিসের ভিত্তিতে? উন্নয়নের কথা বলে আসলে একপেশে চিনা আগ্রাসনের রাস্তাই খুলে দিতে চাইছে তারা।

চিনের ফাঁদে কে পড়ছে?

চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) ইতিমধ্যেই বহু দেশকে ঋণের জালে ফাঁসিয়ে ফেলেছে। শ্রীলঙ্কা এক বড় উদাহরণ, হামবানটোটা বন্দর হাতছাড়া হয়েছে চিনের কাছে। পাকিস্তানের সিপেক (CPEC) প্রকল্প এখন ঋণ আর নিরাপত্তা সংকটে ধুঁকছে। এখন যদি বাংলাদেশ, মালদ্বীপ বা আফগানিস্তান এই নতুন ‘উন্নয়নের’ ফাঁদে পা দেয়, তাহলে তাদের ভবিষ্যৎও শ্রীলঙ্কার মতো হতে পারে।

বাংলাদেশের দ্বিচারিতা

বাংলাদেশ একদিকে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলে, আবার অন্যদিকে গোপনে কুনমিং বৈঠকে গিয়ে পাকিস্তান ও চিনের সঙ্গে হাত মেলায়। তারা বলছে, এটা সরকারি স্তরের বৈঠক, রাজনৈতিক নয়। কিন্তু ভারত তো তোমার সবচেয়ে বড় প্রতিবেশী, মুক্তিযুদ্ধে পাশে দাঁড়িয়েছিল, কোটি কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। সেই দেশের পিঠে ছুরি মারার মতো কেন এমন পদক্ষেপ?

Advertisement

পাকিস্তান: পুরনো চাল, নতুন প্যাকেট

পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা চিরকাল ভারতের বিরুদ্ধে জোট বাঁধার চেষ্টা করেছে। জঙ্গি কার্যকলাপ, কাশ্মীর প্রশ্নে মিথ্যা প্রচার, আন্তর্জাতিক মঞ্চে ভারতবিরোধী অবস্থান, সবই পরিচিত গল্প। এখন চিনকে সামনে রেখে আবার ভারতবিরোধী মঞ্চ গঠনের চেষ্টা করছে তারা।

ভারত এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। কারণ ভারত জানে, এই ধরনের জোট বাস্তবে টিকতে পারে না। চিনের উপরে অন্ধভাবে নির্ভর করলে শেষপর্যন্ত বিপদেই পড়তে হয়—এটা ইতিহাস বলছে। ভারত এখন BBIN, BIMSTEC, IORA-এর মতো নানা গঠনমূলক জোটে কাজ করছে, যেখানে সমান অংশীদারিত্বের ভিত্তিতে আলোচনা হয়।

Read more!
Advertisement
Advertisement