Advertisement

China-US: ট্রাম্পের শপথের আগে চিনা হ্যাকার হানা, আমেরিকার অর্থ দফতরে গোপন তথ্য চুরির অভিযোগ

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নতুন বছরে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক নতুন করে টালমাটাল হল। আমেরিকার অর্থ দফতরে চিনা হ্যাকাররা হানা দিয়েছে বলে অভিযোগ করল ওয়াশিংটন। অভিযোগ, অর্থ দফতরের কম্পিউটার সিস্টেম হ্যাক করে গোপন নথি চুরির চেষ্টা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বেজিং। 

আমেরিকার অর্থ দফতরে চিনা হ্যাকারের হানার অভিযোগ।আমেরিকার অর্থ দফতরে চিনা হ্যাকারের হানার অভিযোগ।
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 31 Dec 2024,
  • अपडेटेड 11:48 AM IST
  • আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নতুন বছরে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
  • তার আগেই আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক নতুন করে টালমাটাল হল।
  • আমেরিকার অর্থ দফতরে চিনা হ্যাকাররা হানা দিয়েছে বলে অভিযোগ করল ওয়াশিংটন।

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নতুন বছরে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক নতুন করে টালমাটাল হল। আমেরিকার অর্থ দফতরে চিনা হ্যাকাররা হানা দিয়েছে বলে অভিযোগ করল ওয়াশিংটন। অভিযোগ, অর্থ দফতরের কম্পিউটার সিস্টেম হ্যাক করে গোপন নথি চুরির চেষ্টা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বেজিং। 

রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আমেরিকার আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অর্থ দফতরের থার্ড পার্টি সফটওয়্যার প্রোভাইডারে হানা দেওয়া হয়েছে।  এই হ্যাকিংয়ের মাধ্যমে গোপনীয় নথিই শুধু নয়, অনেক কর্মীর কর্মচারীর ওয়ার্কস্টেশনের নিরাপত্তাও লঙ্ঘিত হয়েছে। তবে হ্যাকাররা কী ধরনের নথি পেয়েছে, সে সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানানো হয়নি। 


জানা গিয়েছে. গত ৮ ডিসেম্বর এই চুরির ঘটনা ঘটে, যার বিষয়ে এখন এ তথ্য জানানো হয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে যে, তারা ৮ ডিসেম্বর বিয়ন্ড ট্রাস্টের মাধ্যমে এই লঙ্ঘন সম্পর্কে জানতে পারে। এফবিআই ও অন্যান্য সংস্থা যৌথভাবে এ বিষয়ে তদন্ত করছে।

অন্যদিকে, ওয়াশিংটনে চিনা দূতাবাস হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে যে, আমেরিকা কোনও তথ্য ছাড়াই চিনের বিরুদ্ধে এমন অভিযোগ করছে।  আমরা তার তীব্র বিরোধিতা করছি।

গত নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে ফের জয়ী হয়েছেন ট্রাম্প। আবার প্রেসিডেন্ট হিসাবে দেশ সামলাতে চলেছেন তিনি। নতুন বছরের ২০ জানুয়ারি সে দেশের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার কথা ট্রাম্পের। তার আগেই চিনা হ্যাকাররা তথ্য চুরি করল বলে অভিযোগ উঠল।

 ত

Read more!
Advertisement
Advertisement