Advertisement

Cyclone Ditwah: শ্রীলঙ্কায় তছনছ করল ঘূর্ণিঝড় 'দিতওয়া', কয়েকশো মৃত্যু, ঠিক কী পরিস্থিতি?

দিতওয়ার তাণ্ডবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১২ জনের। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও ২১৮ জন।

সাইক্লোন দিতওয়াসাইক্লোন দিতওয়া
Aajtak Bangla
  • কলম্বো,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 10:58 AM IST
  • দিতওয়ার তাণ্ডবে দেশজুড়ে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯ লক্ষ ৯৮ হাজার ৯১৮ জন মানুষ।
  • এনডিআরএফ-এর কর্মীরা শ্রীলঙ্কান প্রশাসনের সঙ্গে যৌথ ভাবে কাজ করে চলেছে।
  • ভারতের তরফে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সাগর বন্ধু।'

ভয়াবহ সাইক্লোনের প্রভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা। দিতওয়ার প্রভাবে পড়শি দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০০-রও বেশি মানুষের। রবিবার বিকেল ৪টেয় শ্রীালঙ্কার দুর্যোগ মোকাবিলা কেন্দ্র (DMC)-এর তরফে জানানো হয়, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১২ জনের। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও ২১৮ জন।

DMC-এর তরফে জানানো হয়েছে, দিতওয়ার তাণ্ডবে দেশজুড়ে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯ লক্ষ ৯৮ হাজার ৯১৮ জন মানুষ। শ্রীলঙ্কার এই বিপদের সময় বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে ভারতও। দিতওয়ার মোকাবিলায় এনডিআরএফ-এর কর্মীরা ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে শ্রীলঙ্কান প্রশাসনের সঙ্গে যৌথ ভাবে কাজ করে চলেছে। ভারতের তরফে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সাগর বন্ধু।'

অন্যদিকে, ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, সোমবার পর্যন্ত বিপাকে পড়া প্রায় সব ভারতীয়কেই দুর্যোগপূর্ণ শ্রীলঙ্কা থেকে ফিরিয়ে এনেছে উদ্ধারকারী দল। এরমধ্যে সোমবার ভোরে ১০৪ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। 'অপারেশেন সাগর বন্ধু' প্রসঙ্গে বলতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, "স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে এনডিআরএফ-এর টিম উদ্ধারকার্যে সহায়তা করছে।"

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে

দিতওয়ার প্রভাবে শনিবার শ্রীলঙ্কা সরকারের তরফে গেজেট জারি করে গোটা দ্বীপরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জরুরি অবস্থার সঙ্গে সঙ্গে জেলা সচিবদের ৫ কোটি শ্রীলঙ্কান রুপি পর্যন্ত অর্থ খরচের ক্ষমতাও দিয়েছে। যাতে আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানো যায়। সাইক্লোনের তাণ্ডবে  সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পূর্ব শহরতলির বেশিরভাগ অংশ। এই এলাকা থেকে বেশিরভাগ লোকজনকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ জায়গাতেও উদ্ধারকাজ চালিয়েছে ভারতীয় বায়ুসেনা

দিতওয়ার তাণ্ডবের মোকাবিলায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে সাহসের নিদর্শন রেখেছে ভারতীয় বায়ুসেনা। একটি উদ্ধারকার্যে হেলিকপ্টার থেকে একজন কমান্ডো নামিয়ে  দুর্যোগপূর্ণ জায়গা থেকে ২৪ জন আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে শ্রীলঙ্কান ছাড়াও ছিলেন ভারতীয় ও অন্য বিদেশি নাগরিকেরাও। 

Advertisement

একইসঙ্গে আইএনএস বিক্রান্তে মোতায়েন থাকা দুটি চেতক হেলিকপ্টারও উদ্ধার কাজে অংশ নিয়েছে। শনিবার, চেতকের একটি টিম অসাধারণ সাহস এবং দৃঢ়তা দেখিয়ে কলম্বোয় ছাদে আটকে পড়া বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধার করেছে।

শ্রীলঙ্কান আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও এই একই অবস্থা বজায় থাকতে পারে। মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে শক্তি হারাতে পারে দিতওয়া। তার পরেই বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।

Read more!
Advertisement
Advertisement