Advertisement

Dawood Ibrahim : দাউদের ঠিকানা জানিয়ে দিলেন তাঁর ভাই-ই, ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা NIA-র

দাউদের ভাই ইকবালকে ২০২১-এর জুন মাসে মাদক মামলায় গ্রেফতার করে এনসিবি। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। তিনি জানান, দাউদ, ছোটা শাকিল ও আনিস ইব্রাহিম পাকস্তানেই রয়েছে। এছাড়া মুম্বই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত জাভেদ চিকনার বিষয়েও বড়সড় তথ্য দেন ইকবাল। তিনি জানান পাকিস্তানে মাদক চক্র চালায় জাভেদ। এমনকি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছে সে। 

দাউদ ইব্রাহিমদাউদ ইব্রাহিম
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Sep 2022,
  • अपडेटेड 2:48 PM IST
  • ফের শিরোনামে দাউদ
  • কোথায় আছেন জানিয়ে দিলেন তাঁর ভাই
  • ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা এনআইএ-র

কোথায় লুকিয়ে দাউন ইব্রাহিম? মাঝে মধ্যেই ওঠে এই প্রশ্ন। তিনি পাকিস্তানে লুকিয়ে রয়েছেন বলেও বিভিন্ন সময় শোনা গিয়েছে। তবে এবার এনসিবি-র জিজ্ঞাসাবাদে দাউদের ভাই জানালেন যে কোথায় লুকিয়ে রয়েছেন আন্ডারওয়ার্ল্ডের এই ডন। আর কীভাবেই বা তিনি তাঁর ব্যবসা চালান। 

দাউদের ভাই ইকবালকে ২০২১-এর জুন মাসে মাদক মামলায় গ্রেফতার করে এনসিবি। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। তিনি জানান, দাউদ, ছোটা শাকিল ও আনিস ইব্রাহিম পাকস্তানেই রয়েছে। এছাড়া মুম্বই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত জাভেদ চিকনার বিষয়েও বড়সড় তথ্য দেন ইকবাল। তিনি জানান পাকিস্তানে মাদক চক্র চালায় জাভেদ। এমনকি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছে সে। 

এর আগে ২৩ মে দাউদের ভাগ্নে আলিশাহ পার্কারের ইডিকে দেওয়া বয়ানে বড় তথ্য পাওয়া যায়। আলিশাহ জানান পাকিস্তানের করাচিতেই রয়েছেন দাউদ, এমনকি তাঁর জন্মের আগে ১৯৮৬ সালের পরে ভারত ছাড়েন। আলিশাহ তাঁর বিবৃতিতে আরও বলেন যে, দাউদ ইব্রাহিম তাঁর মামা এবং ১৯৮৬ সাল পর্যন্ত ডাম্বেরওয়ালা ভবনের ৪ তলায় থাকতেন। 

আরও পড়ুন

আলিশাহ আরও বলেন, "আমি অনেক সোর্স এবং আত্মীয়দের থেকে শুনেছি যে দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচিতে রয়েছেন। আমি তখনও জন্মাইনি যে সময় তিনি ভারত ছেড়ে চলে গিয়েছিলেন। আমি বা আমার পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করি না। মাঝে মাঝে ঈদ, দীপাবলি এবং অন্যান্য উৎসব উপলক্ষে, আমার মামা দাউদ ইব্রাহিমের স্ত্রী মেহজাবিন দাউদ ইব্রাহিম আমার স্ত্রী আয়েশা এবং আমার বোনদের সঙ্গে যোগাযোগ করেন।"

সম্প্রতি, ৪ আগস্ট দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। তিনি ছোট শাকিলের আত্মীয়। তিনি মুম্বই সেন্ট্রালের অ্যারাবিয়ান লেনের এমটি আনসারি মার্গের মীর অ্যাপার্টমেন্টে থাকতেন। অভিযুক্ত ডি কোম্পানির সঙ্গে  জড়িত বলে জানা গিয়েছে। অন্যদিকে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নামে ২৫ লক্ষ টাকা নগদ পুরস্কারের ঘোষণা করেছে এনআইএ। পাশাপাশি ছোটা শাকিলের নামে ২০ লক্ষ টাকা এবং আনিস, চিকনা ও মেমনের নামে ১৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে।

Advertisement

গত ৩ ফেব্রুয়ারি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলের ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে FIR দায়ের করে NIA। তাতে দাউদ ইব্রাহিম কাসকার ও তাঁর সহযোগীদের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে চোরাচালান, মাদক সন্ত্রাস, অর্থ পাচার, টেরর ফান্ডিং, অবৈধ দখল, লস্কর, জেইএম, আল-কায়েদা সহ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সক্রিয় সহযোগী হিসাবে কাজ করার অভিযোগ রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement