Advertisement

Biggest Stampedes in History: বিশ্বের সবচেয়ে ভয়াবহ পদপিষ্টের ঘটনা কোনটি? Shocking তথ্য

একবিংশ শতাব্দীতে এসেও মানবসভ্যতার কাছে স্ট্যাম্পিড বা পদপিষ্ট হওয়ার ঘটনা অন্যতম অভিশাপ। আজকের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্ট্যাম্পিড বা পদপিষ্ট হওয়ার ঘটনাগুলির বিষয়ে জানতে পারবেন।

ভিড়ের আতঙ্কে মৃত্যু: কারুর থেকে মক্কা।ভিড়ের আতঙ্কে মৃত্যু: কারুর থেকে মক্কা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2025,
  • अपडेटेड 2:29 PM IST
  • তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্রি কাজাগম (TVK) প্রধান বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে।
  • একবিংশ শতাব্দীতে এসেও মানবসভ্যতার কাছে স্ট্যাম্পিড বা পদপিষ্ট হওয়ার ঘটনা অন্যতম অভিশাপ।
  • আজকের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্ট্যাম্পিড বা পদপিষ্ট হওয়ার ঘটনাগুলির বিষয়ে জানতে পারবেন।

Biggest Stampedes in History: তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্রি কাজাগম (TVK) প্রধান বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ এরও বেশি। একবিংশ শতাব্দীতে এসেও মানবসভ্যতার কাছে স্ট্যাম্পিড বা পদপিষ্ট হওয়ার ঘটনা এক অভিশাপ। আজকের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্ট্যাম্পিড বা পদপিষ্ট হওয়ার ঘটনাগুলির বিষয়ে জানতে পারবেন।

প্রসঙ্গত, তামিলনাড়ুর সাম্প্রতিক ঘটনায় বিদ্যুত্‍ সংযোগ বন্ধ করা হয়েছিল কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে দলের দাবি বিদ্যুত্‍ বিভ্রাটই ঘটনার জন্য দায়ী। অন্যদিকে সরকার জানিয়েছে, জেনারেটরের সমস্যার কারণেই সাময়িকভাবে আলো কমেছিল। এই ঘটনায় স্বজনহারা পরিবারগুলির অভিযোগ, বিদ্যুত্‍ না থাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। আর সেই আতঙ্কেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা।

ইতিহাসে এর আগেও একাধিকবার এমন ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় পদপিষ্টের ঘটনার বিষয়ে।

১. মক্কা হজ, ২০১৫
সৌদি আরবের মিনায় হজের সময় পদপিষ্ট হয়ে মারা যান প্রায় ২,০০০ মানুষ। এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ ধর্মীয় স্ট্যাম্পিড হিসেবে গণ্য করা হয়।

২. বাগদাদ স্ট্যাম্পিড, ২০০৫
ইরাকের বাগদাদে একটি ধর্মীয় সমাবেশে সেতুর উপর গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি হয়। পদপিষ্ট হয়ে প্রায় ১,০০০ মানুষ প্রাণ হারান।

৩. মক্কা হজ, ১৯৯০
সৌদি আরবের মক্কায় টানেলের ভিতরে পদপিষ্ট হয়ে মারা যান ১,৪০০ জন হাজি। ভিড় সামলাতে না পেরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

৪. কম্বোডিয়া ওয়াটার ফেস্টিভ্যাল, ২০১০
ফনম পেন শহরে জল উৎসব চলাকালীন এক সেতুর উপর হুড়োহুড়িতে মারা যান প্রায় ৩৪৭ জন। আহত হয়েছিলেন শতাধিক মানুষ।

কারুরে বিজয়ের জনসভায় ঘটে যাওয়া মর্মান্তিক স্ট্যাম্পিড আবারও মনে করিয়ে দিল জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থা কতটা জরুরি। ইতিহাসের ভয়াবহ ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়েও বারবার একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বড় জনসমাবেশে বিদ্যুত্‍ বিভ্রাট, গুজব বা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা, সবকিছুই এক মুহূর্তে প্রাণঘাতী দুর্ঘটনা ডেকে আনতে পারে। তাই প্রতিটি জনসমাবেশেই সঠিক নিরাপত্তা পরিকল্পনা ও জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement