Advertisement

Donald Trump: 'আপনার ক'টি স্ত্রী?' একদা আল কায়েদা জঙ্গি ও সিরিয়ান প্রেসিডেন্টকে হঠাত্‍ প্রশ্ন ট্রাম্পের, VIRAL

হোয়াইট হাউসে বৈঠকে ডেকে একঘর লোকের সামনে প্রাক্তন আল-কায়েদা জঙ্গি তথা বর্তমান সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শরাকে চরম অস্বস্তিতে ফেললেন ট্রাম্প। উপহার হাতে তুলে দিতে গিয়ে বললেন, 'আপনার ক'টা স্ত্রী?'

সিরিয়ান প্রিসেডেন্টের সঙ্গে ট্রাম্প সিরিয়ান প্রিসেডেন্টের সঙ্গে ট্রাম্প
Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 13 Nov 2025,
  • अपडेटेड 8:43 AM IST
  • 'আপনার ক'টা স্ত্রী?' সিরিয়ান প্রসেডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
  • তিনি প্রাক্তন আল-কায়দা জঙ্গিও ছিলেন
  • চরম অস্বস্তিতে আহমেদ আল-শরা

ডোনাল্ড ট্রাম্পের রসিকতা এখন বিশ্ব রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয়। গুরুগম্ভীর আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা কিংবা বৈঠকের মাঝে ঠাট্টার ছলে মার্কিন প্রেসিডেন্টের করা নানা মন্তব্য ভাইরাল হয় নেটদুনিয়ায়। এবার তাঁর মসকরার পাত্র হলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শরা। গত ১০ নভেম্বর তাঁকে হোয়াইট হাউসে আপ্যায়ন করেন ট্রাম্প। কিন্তু সেখানে কথায় কথায় প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন নিয়ে এমন এক মন্তব্য করে বসেন ট্রাম্প, যা একপ্রকার অস্বস্তিতে ফেলে আহমেদ আল-শরাকে। 

সিরিয়ার প্রেসিডেন্টের হোয়াইট হাউসে উপস্থিতি কয়েক বছর আগেও ভাবনার অতীত ছিল। ১৯৪৬ সালে ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পর এই প্রথমবার সিরিয়ার কোনও রাষ্ট্রপ্রঘান মার্কিন মুলুকের সদর দফতরে হাজির। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং আহমেদ আল-শরার এই বৈঠক এখন কূটনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে অন্য এক কারণে চর্চিত হচ্ছে। নেপথ্যে রয়েছে একটি ভাইরাল ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্টকে পারফিউম উপহার দিচ্ছেন। আর হেসে জিজ্ঞাসা করছেন, 'আপনার কত জন স্ত্রী আছে?'

ট্রাম্প জানিয়েছেন, ওই সুগন্ধী তাঁর জয়ের প্রতীক। ভিডিওতে আর দেখা গিয়েছে, ট্রাম্প একবার নিজের গায়ে আর একবার সিরিয়ার প্রেসিডেন্টের গায়ে সুগন্ধী স্প্রে করে দিচ্ছেন। তারপরই বলে উঠছেন, 'এটা সবচেয়ে সুন্দর গন্ধ। আর এই অন্য পারফিউমের বোতলটি আপনার স্ত্রীর জন্য।' তারপরই ঠাট্টার ছলে বলেন, 'আপনার কত জন স্ত্রী, একজন?'

আরও পড়ুন

স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন শুনে খানিক অস্বস্তিতে পড়ে যান সিরিয়ান প্রেসিডেন্ট। তারপরই ইতস্তত হয়ে বলেন, 'একজন।' এখানেই থেমে থাকেননি ট্রাম্প। আরও অস্বস্তি বাড়িয়ে বলেন, 'আসলে আপনাদের ব্যাপারটা তো ঠিক বোঝা যায় না।'এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা। 

সিরিয়ার ৪৩ বছর বয়সী এই প্রেসিডেন্ট আহমেদ আল-শরাকে আবু মহম্মদ আল-জুলানি নামেও ডাকা হয়। একদা আল-কায়েদার কমান্ডার ছিলেন তিনি। আমেরিকাই তাঁকে আতঙ্কবাদী ঘোষণা করেছিল। তাঁর মাথার দাম ছিল ১০ বিলিয়ন ডলার। এবার ট্রাম্প এবং আহমেদ আল-শরার এই বৈঠক বিশ্বের কূটনৈতিক মহলের মতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে আহমেদ আল-শরা নিজের অতীত নিয়ে বলেন, 'আল-কায়েদার সঙ্গে আমার যোগাযোগের বিষয়টি অনেক পুরনো। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।' ট্রাম্প বলেন, 'আমার সঙ্গে আহমেদ আল-শরার ভাল সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি উনি ভাল কাজ করবেন।'

এদিকে, পারফিউমের বদলে আল-শরাও ট্রাম্পকে সিরিয়ার প্রাচীণ মূর্তি উপহার দেন। যেখানে রয়েছে সিরিয়ার প্রথম বর্ণমালা, প্রথম মোহর, প্রথম সুরের ছাপ। বৈঠক দু'জনেই দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বিষয়টি উত্থাপন করেন। ISIS-এর বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে সমর্থন করার আশ্বাস দেন সিরিয়ার প্রেসিডেন্ট।

গত বছর ডিসেম্বর মাসে আল-শরার নেতৃত্বাধীন বিদ্রোহী জোট হায়াত তহরীর আল-শাম (HTS) সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বশার আল-আসদকে ক্ষমতাচ্যুত করে। তাঁর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মানবাধিকতা লঙ্ঘনের অভিযোগ ছিল। যে কারণে সে সময়ে আমেরিকা সিরিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল। আল-শরা সেই নিষেধাজ্ঞাগুলিকে স্থায়ী ভাবে হটাতে বদ্ধপরিকর। 

 

Read more!
Advertisement
Advertisement