Advertisement

Modi Trump: 'মোদী আর আমার বন্ধুত্ব অটুট,' ভারতের সিদ্ধান্তে 'হতাশ' হয়েও বার্তা ট্রাম্পের

'চিনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেললাম,' হাপিত্যেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক ঘণ্টা বাদেই আবার অন্য় কথা মার্কিন প্রেসিডেন্টের মুুখে। বললেন, 'আমি আর প্রধানমন্ত্রী মোদী সবসময় বন্ধুই থাকব।' মতবিরোধ থাকলেও তাঁদের বন্ধুত্ব অটুট বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও মনে করিয়ে দিতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও মনে করিয়ে দিতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট।
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 7:37 AM IST
  • 'চিনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেললাম,' হাপিত্যেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প।
  • বললেন, 'আমি আর প্রধানমন্ত্রী মোদী সবসময় বন্ধুই থাকব।'
  • মতবিরোধ থাকলেও তাঁদের বন্ধুত্ব অটুট বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। 

'চিনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেললাম,' হাপিত্যেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক ঘণ্টা বাদেই আবার অন্য় কথা মার্কিন প্রেসিডেন্টের মুুখে। বললেন, 'আমি আর প্রধানমন্ত্রী মোদী সবসময় বন্ধুই থাকব।' মতবিরোধ থাকলেও তাঁদের বন্ধুত্ব অটুট বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। 

চিনের কাছে কি ভারতকে হারিয়ে ফেলল আমেরিকা? শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, 'সেরকম ঠিক না... তবে ভারতের রাশিয়া থেকে এত তেল কেনার ব্যাপারটায় আমি খুবই হতাশ। আমি সেই বিষয়টি খোলাখুলি জানিয়েও দিয়েছি। আমরা ভারতের উপর মোটা অঙ্কের শুল্ক চাপিয়েছি।'

আরও পড়ুন

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও মনে করিয়ে দিতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, 'মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। আপনারাও জানেন, উনি দুর্দান্ত একটা মানুষ। এই তো কয়েক মাস আগেই এখানে এসেছিলেন।'

মোদীকে ‘গ্রেট প্রাইম মিনিস্টার’ বললেন ট্রাম্প
ভারতকে রাশিয়ার সঙ্গে এক দলে ফেললেও, মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প। বললেন, 'ভারত ও আমেরিকার সম্পর্কের ব্যাপারটাই আলাদা। মাঝে মধ্যে মতবিরোধ হলেও আমি আর মোদী সবসময় বন্ধু থাকব।'

এরপরেই এক সাংবাদিক জানতে চান যে, তিনি কি ভারত-আমেরিকা সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চান? এর জবাবে ট্রাম্প বলেন, 'অবশ্যই। আমি নিজে তো মোদীর সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখব। উনি প্রধানমন্ত্রী হিসাবে দারুণ। তবে সত্যি বলতে এই মুহূর্তে উনি যেটা করছেন, সেটা আমার ভাল লাগছে না। কিন্তু ভারত-আমেরিকার সম্পর্ক স্পেশাল। এই নিয়ে চিন্তার কিছু নেই। মাঝেমধ্যে এমন হতেই পারে।'

মোদী-পুতিন-শি-র ছবি পোস্ট করলেন ট্রাম্প
এর ঠিক আগে নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি শেয়ার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে দেখা যাচ্ছে, তিয়ানজিন বৈঠকে একসঙ্গে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং।

সোশ্যালে ট্রাম্প লেখেন, ওয়াশিংটন ও নয়া দিল্লির সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তাঁর দাবি, 'মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভারত এবং রাশিয়াকে ছিনিয়ে নিয়েছে চিন।'   

Read more!
Advertisement
Advertisement