US President Oath Ceremony: হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের রাজ্যাভিষেকের দিকে এখন গোটা বিশ্বের নজর স্থির। আজ ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মার্কিন পার্লামেন্টের অভ্যন্তরে ক্যাপিটল রোটুন্ডা হলে।
আজ শপথ গ্রহণের পর দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ আমেরিকার রাজনীতিতে একবার হোয়াইট হাউস ছেড়ে গেলে চার বছর পর ফিরে আসা প্রায় অসম্ভব বলে মনে করা হয়। তবে এই ধারণা পাল্টে আজ আবারও শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প। আবারও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের রেকর্ডের সমান হবেন তিনি। ট্রাম্পের আগে, গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৫ থেকে ১৮৮৯ এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। এখন তার পর আবারও ক্ষমতায় ফিরে একই কাজ করতে যাচ্ছেন ট্রাম্প। উল্লেখ্য, এর আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প।
শপথ অনুষ্ঠান নানাভাবে বিশেষ
তথ্য অনুযায়ী, আজ আমেরিকায় দুপুর ১২টায় এবং ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস। এবারের শপথ অনুষ্ঠান নানা দিক থেকে বিশেষ হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান এবার ইন্ডোরে অনুষ্ঠিত হচ্ছে। দেশে ভয়ানক ঠান্ডার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হলো।
এই নেতারা যোগ দেবেন
খবরে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেল, হাঙ্গেরির ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও কোয়াড দেশের বিদেশমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেবেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান, গুগল সিইও সুন্দর পিচাই এবং উবারের সিইও দারা খোসরোশাহী রয়েছেন।
মঞ্চে বিশেষ আসন পাবেন মুকেশ-নীতা আম্বানি
সূত্রের খবর, এবার আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি। তাঁরা একটি গুরুত্বপূর্ণ আসন পাবেন বলে জানা গেছে। ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীত সদস্য ও নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে বসবেন মুকেশ ও নীতা আম্বানি। এছাড়াও, মন্ত্রিসভা অভ্যর্থনা এবং ভাইস প্রেসিডেন্টের নৈশভোজ হবে যেখানে মুকেশ এবং নীতা আম্বানি দম্পতি অংশ নিতে পারবেন।
শপথের আগে যা বললেন ট্রাম্প
শপথের আগে বিজয় সমাবেশে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে নৈরাজ্যের অবসান ঘটাব, তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করব। ট্রাম্পের শপথের আগে অনেক চড়াই-উতরাই পেরিয়ে ইজরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপরেই ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাহলে কখনোই ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ হতে দিতাম না। এখন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে বড় ধরনের বক্তব্য রেখেছেন ট্রাম্প। মেক আমেরিকা গ্রেট এগেইন (MAGA) বিজয় সমাবেশে, প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি ইউক্রেনের যুদ্ধ শেষ করব, আমি মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা বন্ধ করব এবং আমি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেব না।"