Advertisement

Donald Trump: ‘ইউরোপ সঠিক পথে এগোচ্ছে না’, দাভোস থেকে কড়া বার্তা ট্রাম্পের

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে লাইভে বক্তব্য রাখতে গিয়ে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Jan 2026,
  • अपडेटेड 7:43 PM IST
  • সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে লাইভে বক্তব্য রাখতে গিয়ে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • পাশাপাশি ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, 'আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু ইউরোপ এখন সঠিক পথে এগোচ্ছে না।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে লাইভে বক্তব্য রাখতে গিয়ে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, 'আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু ইউরোপ এখন সঠিক পথে এগোচ্ছে না। সেখানে এমন অনেক জায়গা রয়েছে, যেগুলো আর আগের মতো চেনা যায় না।'

ইউরোপের অভিবাসন নীতিকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'ইউরোপে ব্যাপক অভিবাসন ঘটছে। কিন্তু এর সম্ভাব্য পরিণতি তারা এখনও পুরোপুরি বুঝতে পারেনি। আমি বহু দেশকে ধ্বংসের দিকে এগোতে দেখেছি। আমাদের অনুসরণ করলে বিশ্ব সেই পথ এড়াতে পারে।' ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশে বার্তা দিয়ে ট্রাম্পের মন্তব্য, 'ইউরোপীয় ইউনিয়নের উচিত আমার সরকারের কাছ থেকে শিক্ষা নেওয়া।'

আমেরিকার অর্থনীতি নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প। নিজের সরকারের সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকেই দেশে মুদ্রাস্ফীতি ক্রমাগত কমছে। পাশাপাশি মার্কিন স্টক এক্সচেঞ্জ পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ স্তরে। তার কথায়, 'আমার আমলে আমেরিকায় বিনিয়োগের পরিমাণ ১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। আমেরিকা এখন বিশ্বের অর্থনৈতিক রাজধানী।' দাভোসের মঞ্চ থেকে ট্রাম্পের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ইউরোপ ও আমেরিকার সম্পর্ক, অভিবাসন নীতি এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে তাঁর মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement