Advertisement

Donald Trump: ঘুমে চোখ ঢুলু ঢুলু ট্রাম্পের, মন্ত্রিসভার বৈঠক চলাকালীন 'নিদ্রা গেলেন' মার্কিন প্রেসিডেন্ট 

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবারও বিতর্কের কেন্দ্রে। বয়স ও ফিটনেস নিয়ে জো বাইডেনকে বারবার কটাক্ষ করা এই রিপাবলিকান নেতাকেই এবার ক্যাবিনেট বৈঠকের মাঝখানে ঢুলতে দেখা গেল। ৭৯ বছরের মার্কিন প্রেসিডেন্টের সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।-ফাইল ছবিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Dec 2025,
  • अपडेटेड 1:43 PM IST
  • ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবারও বিতর্কের কেন্দ্রে।
  • বয়স ও ফিটনেস নিয়ে জো বাইডেনকে বারবার কটাক্ষ করা এই রিপাবলিকান নেতাকেই এবার ক্যাবিনেট বৈঠকের মাঝখানে ঢুলতে দেখা গেল।

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবারও বিতর্কের কেন্দ্রে। বয়স ও ফিটনেস নিয়ে জো বাইডেনকে বারবার কটাক্ষ করা এই রিপাবলিকান নেতাকেই এবার ক্যাবিনেট বৈঠকের মাঝখানে ঢুলতে দেখা গেল। ৭৯ বছরের মার্কিন প্রেসিডেন্টের সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কথা বলছেন, আর ঠিক তাঁর পাশেই ট্রাম্পের চোখ বারবার বুজে আসছে। কিছুক্ষণ পর সম্পূর্ণ চোখ বন্ধ করে মাথা ঝুঁকে পড়ে তাঁর। দীর্ঘ বৈঠকের মাঝেই প্রেসিডেন্টের এই অবস্থা দেখে শুরু হয়েছে নতুন বিতর্ক।

কেন এমন ক্লান্ত ট্রাম্প?
জানা গেছে, ট্রাম্প দিনের পর দিন প্রায় ঘুমহীন অবস্থায় সোশাল মিডিয়াতে সময় কাটাচ্ছেন। নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ সন্ধে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত তিনি ১৬০টির বেশি পোস্ট করেছেন। এমনকি ভোর ৫টা ৪৮ মিনিটেও একটি পোস্ট করতে দেখা যায় তাঁকে। রাজনৈতিক মহলের মতে, দিনরাত সোশাল মিডিয়ায় ডুবে থাকা তাঁর শারীরিক ক্লান্তির অন্যতম কারণ।

যদিও হোয়াইট হাউসের তরফে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প মনোযোগ দিয়ে শুনছিলেন এবং সম্পূর্ণ ৩ ঘণ্টার ক্যাবিনেট বৈঠক পরিচালনা করেছেন।” কিন্তু সেই ব্যাখ্যায় বিশেষ শান্ত হয়নি সমালোচকরা।

আগে থেকেই উঠেছে প্রশ্ন
এটাই প্রথম নয়। নিউ ইয়র্কে তাঁর বিরুদ্ধে চলা ফৌজদারি মামলার শুনানিতেও গত বছর তাঁকে ঢুলতে দেখা গিয়েছিল। তবে তখন ট্রাম্প দাবি করেন, “আমি আমার সুন্দর নীল চোখ দুটি বন্ধ করে গভীর মনোযোগ দিচ্ছিলাম।”

জো বাইডেনকে একসময়ে ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করতেন ট্রাম্প। কিন্তু এবার নিজের ঘুম নিয়েই সমালোচনার ঝড় উঠেছে। যতই হোয়াইট হাউস ব্যাখ্যা দিক, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক যে সহজে থামছে না, তা পরিষ্কার।

 

Read more!
Advertisement
Advertisement