Advertisement

Modi-Trump Meeting: 'ভারতের জন্য বড় বাণিজ্য চুক্তি', মোদীর সঙ্গে বৈঠকে বললেন ট্রাম্প

ভারতের জন্য দারুণ এক বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা। 'বন্ধু' মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় ভোররাতে মোদী-ট্রাম্পের বৈঠক। মোদীকে 'দীর্ঘদিনের ভাল বন্ধু' হিসেবে সম্বোধন করেন ট্রাম্প। মোদীকে বই উপহার দেন আমেরিকার প্রেসিডেন্ট। মোদীর সঙ্গে দীর্ঘসময় করমর্দন করতেও দেখা যায় ট্রাম্পকে। 

মোদী-ট্রাম্প বৈঠক।মোদী-ট্রাম্প বৈঠক।
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 14 Feb 2025,
  • अपडेटेड 6:18 AM IST
  • ভারতের জন্য দারুণ এক বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা।
  • 'বন্ধু' মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • মোদীকে বই উপহার দেন আমেরিকার প্রেসিডেন্ট।

ভারতের জন্য দারুণ এক বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা। 'বন্ধু' মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় ভোররাতে মোদী-ট্রাম্পের বৈঠক। মোদীকে 'দীর্ঘদিনের ভাল বন্ধু' হিসেবে সম্বোধন করেন ট্রাম্প। মোদীকে বই উপহার দেন আমেরিকার প্রেসিডেন্ট। মোদীর সঙ্গে দীর্ঘসময় করমর্দন করতেও দেখা যায় ট্রাম্পকে। 

ভারতের জন্য বড় বাণিজ্য চুক্তি

এদিন ট্রাম্প বলেন, 'সবচেয়ে সেরা একটি বাণিজ্য রুট তৈরি করার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি আমরা...আমাদের তেল, গ্যাস প্রচুর পরিমাণে কিনছে ওরা। ভারত এবং আমেরিকার জন্য দারুণ বাণিজ্য চুক্তি করতে চলেছি।'

ভারত শান্তির পক্ষে: মোদী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোদি বলেন, 'ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। এটা যুদ্ধের যুগ নয়। যুদ্ধক্ষেত্রে সমাধান পাওয়া যাবে না। আমরা শান্তির সকল উদ্যোগকে সমর্থন করি। আমরা যুদ্ধ শেষ করতে ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করি। ট্রাম্প বলেন, 'আমরা যুদ্ধের অবসান চাই।'


ট্রাম্প-মোদীর চুক্তি সাক্ষর

ট্রাম্প বলেন, 'তেল-গ্যাস, এলএনজি বিক্রির মাধ্যমে আমরা খুব সহজেই ঘাটতি পূরণ করতে পারি। প্রধানমন্ত্রী মোদি এবং আমি শক্তির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি, যা আমেরিকাকে ভারতে তেল ও গ্যাসের প্রধান সরবরাহকারী হিসাবে পুনরুদ্ধার করবে।'


ভারত-আমেরিকার মেগা পার্টনারশিপ

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদী বলেন যে, আমেরিকার নাগরিকরা MAGA (মেক আমেরিকা গ্রেট এগেন)সম্পর্কে জানেন এবং ভারতবাসীও ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের পথে এগোচ্ছেন। মোদী বলেন, 'আমেরিকার ভাষায় এটা মেক ইন্ডিয়া গ্রেট এগেন, MIGA। আমেরিকা ও ভারত যখন একসঙ্গে কাজ করে, তখন MAGA ও MIGA একসঙ্গে মেগা পার্টনারশিপ তৈরি করে উন্নতির জন্য। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩০ সালের মধ্যে আমাদের বাণিজ্য দ্বিগুণ করব।'

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান মোদী। মোদীকে বই উপহার দেন ট্রাম্প। বইটির নাম 'আওয়ার জার্নি টুগেদার'। ২০২০ সালে তাজমহল সফরের ছবি মোদীকে দেখান ট্রাম্প।

Advertisement

Read more!
Advertisement
Advertisement